ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প ও উনের আলোচনা ॥ ইতিবাচক মনে করে চীন

প্রকাশিত: ০৬:০০, ১৫ মার্চ ২০১৮

ট্রাম্প ও উনের আলোচনা ॥ ইতিবাচক মনে করে চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য আলোচনাকে বেজিং এই কারণে স্বাগত জানাতে পারে যে, দু’দেশের মধ্যে বৈঠক এই অঞ্চলে চীনের কৌশলগত স্বার্থ রক্ষা করবে। এবিসি। চীনের ইচ্ছা কিম জং উনকে ক্ষমতায় রেখে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি স্থিতিস্থাপক পরিস্থিতি বিরাজমান থাকুক এবং দু’দেশের মধ্যে আগামী বৈঠকে এটির নিশ্চয়তা বিধান করা। বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর দেশ হিসেবে চীন তার দেশের সমৃদ্ধির পথে বাধা হতে পারেÑ এমন রাজনৈতিক বা সামরিক পরিস্থিতির মুখোমুখি হতে চাইছে না। সে ক্ষেত্রে উত্তর কোরিয়া একেবারে নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে মার্কিন সামরিক ছত্রছায়ায় থাকা দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে বাফার স্টেট (মধ্যবর্তীদেশ) হিসেবে প্রতিরক্ষা প্রাচীরের মতো কাজ করছে। কারণ, দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সমরাস্ত্রসহ ২৮ হাজার সুপ্রশিক্ষিত মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের প্রতি কোন ধরনের সামরিক হুমকি এলে উত্তর কোরিয়া হবে চীনের ফার্স্ট লাইন অব ডিফেন্স। তাই কৌশলগতভাবেই চীন এই প্রতিরক্ষা প্রাচীর দুর্বল হয়ে থাক- তা চায় না। সে কারণে উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলতে পারে এমন ধরনের কঠিন অর্থনৈতিক ও জ্বালানি, নৌ চলাচল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোকÑ তা চীন চাচ্ছে না।
×