ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পৌর কর্মীদের আন্দোলন স্থগিত

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ মার্চ ২০১৮

পৌর কর্মীদের আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সরকারী কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর ২ দফা দাবি পূরণে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সারাদেশের পৌর সার্ভিস কর্মীরা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জের পৌর মেয়র লিয়াকত হোসেন আগামী ২ মাসের মধ্যেই আমাদের দাবি পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মত হয়েছেন বলে দাবি করেন। তাই আন্দোলন আপাতত স্থগিত। এরপর সারাদেশ থেকে আসা পৌর কর্মীরা আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরতে শুরু করেন। ৩শ ২৭টি পৌরসভার ৩২ হাজার ৫ শত কর্মী একযোগে এ আন্দোলন করছেন বলে জানা গেছেন। প্রেসক্লাবে আন্দোলনরত কর্মীদের উদ্দেশে মেয়র লিয়াকত হোসেন বলেন, আপনারা ঘরে যান। মন দিয়ে কাজ করেন। আমাকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে। সরকার আপনাদের দাবি মেনে নিয়েছে, সেই ঘোষণা দিতেই আমি এসেছি।
×