ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইনবোর্ডে বাংলা না লেখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ মার্চ ২০১৮

সাইনবোর্ডে বাংলা না লেখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ সাইনবোর্ড বাংলায় না লেখায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রাজধানীর তেজগাঁও, গুলশান লিংক রোডে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা ধার্য করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত। ডিএনসিসি অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেমায়েত হোসেনের নেতৃত্বে বুধবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সিটিজেন টাওয়ার, ফরচুন ফার্নিচার, এক্সিকিউটিভ মটরস, বিগ কার বাজার ও শুজো কার শো রুম।
×