ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ মার্চ ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্কের দিন ধার্য

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষে পরবর্তী যুক্তিতর্কের জন্য ১৮, ২১ ও ২২ মার্চ দিন ধার্য করা হয়েছে। আসামি আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদের (জিএম) পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু শেষ করেন তার আইনজীবী মোহাম্মদ আলী ও আবদুর রশীদ মোল্লা। এরপর আসামি সেলিম হাওলাদারের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী সাইফুল ইসলাম সবুজ। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। এ মামলায় এ পর্যন্ত ২৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার ছিল এ মামলায় যুক্তিতর্ক পেশ করার ৫৫তম দিন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট আবুল হাসান জিহাদ। গত ১ জানুয়ারি মামলার সব আসামিদের আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ আইনগত যুক্তিতর্ক পেশ শেষ করেন। ওই দিন চীফ প্রসি্িকউটর সৈয়দ রেজাউর রহমান আইনী পয়েন্টে যুক্তিতর্ক পেশকালে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ ও দৃষ্টান্তমূলক দ-ের স্বপক্ষে বিভিন্ন মামলায় দেয়া উচ্চতর আদালতের বেশকিছু সিদ্ধান্ত তুলে ধরেন। মামলাগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মার্ডার কেস, জঙ্গী হামলায় নিহত ঝালকাঠি আদালতের বিচারক জগন্নাথ পাড়ে হত্যা মামলা ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলা।
×