ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন স্থগিত সরকারের ইচ্ছার প্রতিফলন ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ মার্চ ২০১৮

খালেদার জামিন স্থগিত সরকারের ইচ্ছার প্রতিফলন ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেয়া চার মাসের জামিন স্থগিত করে আদালত যে আদেশ দিয়েছেন, তাতে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আদেশ স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য নীলনক্সার মধ্য দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার হাইকোর্টে জামিন দেয়ার রায় আপীল বিভাগ স্থগিত করে আমাদের সবাইকে বিস্মিত করেছেন। সারা দেশের মানুষ দেশের উচ্চতম আদালত থেকে যেটা প্রত্যাশা করেনি সেটাই আজ ঘটেছে। এতে আদালতের ভাবমূর্তি ক্ষুণœ হলো। ফখরুল বলেন, বিগত সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের সময় খালেদা জিয়ার নামে চারটি মামলা হয় আর বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি মামলা হয়। কিন্তু খালেদা জিয়ার চারটি মামলা এখন ৩৬টি হয়েছে। আর শেখ হাসিনার ১৫টি মামলার একটিও নেই। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৭৮ হাজার মামলায় ১২ লাখ আসামি করা হয়েছে। সরকার জুলুম-নির্যাতন করছে যাতে বিরোধী দলগুলো কোন কথা বলতে না পারে। তাহলে তাদের ক্ষমতা ধরে রাখা সহজ হবে।
×