ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারত থেকে বিদ্যুত আমদানির মেয়াদ ফের ৬ মাস বাড়ল

প্রকাশিত: ০৫:৪১, ১৫ মার্চ ২০১৮

ভারত থেকে বিদ্যুত আমদানির মেয়াদ ফের ৬ মাস বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিবেশী রাষ্ট্র ভারতের খোলা বাজার থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত আমদানির মেয়াদ আবারও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট ৭টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারত থেকে আরও ছয় মাস বিদ্যুত আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি কিলোওয়াট/ঘণ্টা ৫ টাকা ৯৮৫৯ পয়সা ট্যারিফ মূল্যে এ বিদ্যুত আমদানি করা হবে। জানা গেছে, এ বিদ্যুত আমদানিতে ছয় মাসে সরকারের ব্যয় হবে প্রায় ৬১৬ কোটি টাকা। দেশের চাহিদা মেটাতে ভারতীয় প্রতিষ্ঠান পিটিসি ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে এ বিদ্যুত কেনার সিদ্ধান্ত হয়। তিন বছর মেয়াদে পিটিসির সাথে স্বাক্ষরিত বিদ্যমান চুক্তির মেয়াদ গত ২০১৬ সালের ৩১ জুলাই শেষ হয়। বিদ্যুত বিভাগ সচিব ড. আহমেদ কায়কাউস স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিটিসি ইন্ডিয়া লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে সরকারের অনুমোদনক্রমে আলোচ্য চুক্তির মেয়াদ ছয় মাস করে ৩ বার বৃদ্ধি করা হয়। যার মেয়াদ গত ৩১ জানুয়ারি উত্তীর্ণ হয়েছে। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, পিটিসি ইন্ডিয়া লিমিটেডের ২৫০ মেগাওয়াট বিদ্যুত আমদানির মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি শেষ হওয়ার পর তা অব্যাহত রাখার জন্য গত ২০১৭ সালের ৭ নবেম্বর সংশোধিত পিপিএর মেয়াদ ১১ মাস অর্থাৎ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করে। বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড ভারত থেকে বিদ্যুত আমদানি অব্যাহত রাখার স্বার্থে ২৫০ মেগাওয়াট বিদ্যুত আমদানির মেয়াদ ৬ মাস বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। মোস্তাফিজুর রহমান বলেন, মানিকগঞ্জ জেলার সিংগাইরে ১৬২ মেগাওয়াট ক্ষমতার ডুয়েল-ফুয়েল ভিত্তিক বিআইপিপি/ বিদ্যুত কেন্দ্র স্থাপনের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। ১৫ বছর মেয়াদী এই বিদ্যুত কেন্দ্র থেকে সরকার ৮ টাকা ২৮৬৮ পয়সায় প্রতি কিলোওয়াট বিদ্যুত কিনবে। এছাড়া বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকাস্থ লালমাটিয়া নিউকলোনীতে ৭টি জরাজীর্ণ ভবনের স্থলে ১২০টি (সংশোধিত ১৩০টি) আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ আগে এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ৩২ কোটি ৭৭ লাখ টাকা। সেটা ৮ কোটি ৬৯ লাখ টাকা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা। বৈঠকে কুমিল্লা ও নোয়াখালীর আঞ্চলিক মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ নম্বর ১ ও প্যাকেজ নম্বর ৩ এর দুটি পৃথক পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ১৯৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১ নম্বর প্যাকেজটি বাস্তবায়ন করবে শামিম এন্টারপ্রাইজ। এবং ১৯৪ কোটি টাকা ৯৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করবে তাহের ব্রাদার্স লিমিটেড। অতিরিক্ত সচিব আরও বলেন, বৈঠকে এনইপিসি কনসোর্টিয়াম পাওয়ার লিমিটেড কর্তৃক পরিচালিত হরিপুর ১১০ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল ভিত্তিক বার্জ মাউন্টেড বিদ্যুত কেন্দ্র থেকে আরও দুই বছর বিদ্যুত ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ বিদ্যুত কেন্দ্র থেকে আরও দুই বছর ১৫ টাকা ৪৪ পয়সায় প্রতি কিলোওয়াট বিদ্যুত কিনবে সরকার।
×