ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নগদ লভ্যাংশের দাবি জিএসপি ফাইন্যান্সের বিনিয়োগকারীদের

প্রকাশিত: ০৪:১৪, ১৫ মার্চ ২০১৮

নগদ লভ্যাংশের দাবি জিএসপি ফাইন্যান্সের বিনিয়োগকারীদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বছর নগদ লভ্যাংশ দেয়ার দাবি জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের শেয়ারহোল্ডাররা। তাদের মতে এতে, কোম্পানির আর্থিক সক্ষমতা বোঝা যাবে। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবন হলে কোম্পানির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ দাবি জানান। কোম্পানির ভাইস চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে পূর্ব নির্ধারিত সময়ে এজিএমের কার্যক্রম শুরু হয়। শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত ২৩.৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ নিয়ে এজিএমে বিভিন্ন অভিমত তুলে ধরেন। তারা আগামী বছরগুলোতে এ লভ্যাংশ প্রদানের গতি ধরে রাখার প্রত্যাশা করেন। তবে বোনাস শেয়ার দিয়ে নয়, আগামীতে নগদ লভ্যাংশ দেয়ার দাবি করেন তারা। জিএসপি ফাইন্যান্সের এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০১৭ বছরের জন্য পূর্ব ঘোষিত ২৩.৫০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদিত হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০১৭ বছরে জন্য লভ্যাংশ ছাড়াও আরও পূর্ব ঘোষিত ৩টি আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদিত হয়। বাকি আলোচ্যসূচীগুলো হলোÑ ২০১৭ বছরের আর্থিক বিবরণী অনুমোদন, যোগ্য বিধায় পরিচালক পুনঃনির্বাচন, স্বতন্ত্র পরিচালক নির্বাচন, নিরীক্ষক ও পুনঃনিয়োগসহ নিরীক্ষকের পারিশ্রমিক নির্ধারণ। কোম্পানির নিরীক্ষক হিসেবে মালেক সিদ্দিকী ওয়ালিকে পুনঃনিয়োগ করা হয়েছে। তার পারিশ্রমিক ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। শেয়ারহোল্ডারদের বক্তব্যের পর কোম্পানির ভাইস চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে আরও ভাল লভ্যাংশ দেয়ার লক্ষ্যে কাজ করব। একইসঙ্গে প্রতিষ্ঠানের উন্নতির জন্য শেয়ারহোল্ডারদের সহযোগিতা কামনা করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির স্বন্তন্ত্র পরিচালক এটিএম শামসুল হুদা, ওয়াজিদ আলী খান পান্নি, পরিচালক মঈন ইউ হায়দার, কর্নেল এম নুরুল ইসলাম (অবসর), এ কে আবদুল মতিন, মোহাম্মেদ আবদুল জলিল, আনোয়ার বারী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর হেদাতেুল ইসলাম, সচিব মিজানুর রহমান প্রমুখ। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০১২ সালে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৪ কোটি ৬৩ লাখ টাকা। বর্তমানে পিই রেশিও ৬.০৭। শেয়ার দর রয়েছে (১৪ মার্চ) ১৮.৬০ টাকায়। ২০১৬-১৭ অর্থবছরে কোম্পানি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.২৪ টাকায়। এনওসিএফপিএস নেগেটিভ ৭.২৯ টাকা। কোম্পানিটির মোট শেয়াররের মধ্যে ৩৫.৫৮ শতাংশ ধারণ করছেন উদ্যোক্তা/পরিচালকেরা। বাকি ১৬.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক, ১০.৩৬ শতাংশ বিদেশী ও ৩৭.৬৭ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারী।
×