ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

ডিএসইতে ২০ মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৪:১৪, ১৫ মার্চ ২০১৮

ডিএসইতে ২০ মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েক দিন অব্যাহত পতনের পর বুধবার সূচকের উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় বাজারের সব সূচক বাড়লে কমেছে টাকার পরিমাণে লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ২২৪ কোটি ৮ লাখ টাকা। যা এক বছর ৮ মাস ৪ দিন বা ৪১৫ কার্যদিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালের ১০ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ২০৯ কোটি টাকা। ওইদিন পর আজই ডিএসইর লেনদেন সবচেয়ে কম হয়েছে। এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ৪ বছর ১০ মাস ৮ দিন বা ১ হাজার ১৭৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২৪ লাখ টাকার। এর আগে ২০১৩ সালের ১০ মে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ্ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৩৮ ও ২০৯০ পয়েন্টে। অপর দিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪২৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৪, সিএসই-৩০ সূচক ১১০, সিএসসিএক্স ২২ ও সিএসআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১১, ১৫৯৭৪, ১০৫২০ ও ১১৮৩ পয়েন্টে। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৯২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির এবং সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ মুন্নু সিরামিক, গ্রামীণফোন, ইফাদ অটো, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, নাহি এ্যালুমিনিয়াম, এসিআই ও ফরচুন সুজ। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ কুইন সাউথ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফু-ওয়াং ফুড, এবি ব্যাংক, আরএসআরএম স্টিল, নাহি এ্যালুমিনিয়াম ও ফরচুন সুজ।
×