ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তবুদ্ধি চর্চায় অশনি সঙ্কেত

প্রকাশিত: ০৪:১৩, ১৫ মার্চ ২০১৮

মুক্তবুদ্ধি চর্চায় অশনি সঙ্কেত

অধ্যাপক. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টায় হামলা একটি ঐতিহাসিক বাস্তবতার অনিবার্য পরিণাম। দুইটি পারস্পরবিরোধী মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির মধ্যে দ্বন্দ্বের ফসল। প্রগতিশীল, মুক্তচিন্তার লেখক, শিল্পী, অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন এক পক্ষের টার্গেট। সাম্প্রদায়িক চিন্তা চেতনার লোকজনকে তাই কখনও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখা যায় না। সে কারণে মুক্তচিন্তক, প্রগতি শীল সমাজের একজন এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধি হওয়ায় অধ্যাপক জাফর ইকবাল আক্রান্ত। আক্রমণকারী যথারীতি উগ্র, প্রগতিবিরোধী, ধর্মান্ধ গোষ্ঠীর প্রতিনিধি এবং সুনিপুণভাবে ধোলাইকৃত মগজবিশিষ্ট। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বর্তমান সময়ের সাহসী সন্তান। প্রগতিশীল, মুক্তচিন্তা ঘরাণার অন্যতম লেখক সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন জাতীয় সমস্যায় উচ্চকণ্ঠ বিবেক। যুদ্ধাপরাধ বিচারের সমর্থক। গণজাগরণ মঞ্চের বলিষ্ঠ কণ্ঠস্বর। উগ্রবাদীদের দৃষ্টিতে মুহম্মদ জাফর ইকবাল তাই অপরাধী এবং কতলযোগ্য। হত্যাচেষ্টায় হামলা সে কারণেই। তাদের হিটলিস্টে তাই জাফর ইকবাল ছাড়াও আরও অনেকেই আছেন। তারা প্রায় সকলেই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষশক্তির মানুষ। এ যেন একাত্তুরের বুদ্ধিজীবী হত্যার দ্বিতীয় পর্বের পুনর্প্রযোজনা। এর থেকে মুক্তির উপায় বা প্রতিকার প্রতিবিধান কী? প্রথমত: মগজ ধোলাইয়ের ‘যন্তরমন্তর’ চিহ্নিত করে সংশোধন করতে হবে। দ্বিতীয়ত: ইসলামের শান্তি, সাম্য, ন্যায় ও সমন্বয়ের ধারাকে বেগবান করতে ইসলামের সঠিক ব্যাখ্যা শিক্ষাব্যবস্থায় (পারিবারিক ও প্রাতিষ্ঠানিক) যুক্ত করতে হবে। মাহফিল ও জলসার নামে উগ্রপন্থার রাজনৈতিক ইসলামের প্রচার বন্ধ নিদেনপক্ষে নিরুৎসাহিত করতে হবে। তৃতীয়ত: হত্যা মিশনে অংশগ্রহণকারী ক্রিমিনালদের কঠোর হাতে দমন করতে হবে। চতুর্থত: তদন্ত, বিচার ও দ-দানের প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে হবে। বিলম্বিত বিচারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শান্তিবাগ, পটুয়াখালী থেকে
×