ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাহবুবুল আলম চুন্নু

আর কাঁদব না, আহাজারিও করব না

প্রকাশিত: ০৪:১১, ১৫ মার্চ ২০১৮

আর কাঁদব না, আহাজারিও করব না

এক ধর্মান্ধ অর্বাচীন জঙ্গী খুনি দ্বারা হত্যাপ্রচেষ্টার শিকার বাঙালী জাতির মুক্তচিন্তা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর পরম শ্রদ্ধাস্পদ মুহম্মদ জাফর ইকবাল স্যার আমাদের স্ট্রেচারে শুইয়ে থেকেও নতুন করে চাঁদ দেখতে শিখালেন। সেই জন্যই প্রকৃতিপ্রেমী এবং মানবতাবাদী আমাদের এই স্যারের জন্য আমাদের যত কান্না। আমি ৬১ বছর বয়সের এক যুবক। চাঁদ চিনতে পারার বয়স থেকেই চাঁদ মামাকে দেখে আসছি। রাতের আঁধার দূর করে জোৎ¯œালোয়ে ভরিয়ে দেয়া চাঁদকে আসলে কি চিনতে পেরেছি? কপালের টিপ, বুড়িকে আশ্রয় দেয়া, বাঁশ বাগানের মাথার উপরের চাঁদকেই শুধু চিনেছি। আসল চাঁদের দেখা কি পেয়েছি? দেখেছি দুই বার মাত্র। বিগত শতকের ষাটের দশকে কিশোর বয়সে আরেক ন্যায় ও সত্যের পূজারী সাম্যবাদী কবি সুকান্তের ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ এবং আমাদের জাফর ইকবাল স্যার স্ট্রেচারে শুইয়ে বুভুক্ষের মতো যে চাঁদটির দিকে তাকিয়েছিলেন-সেই চাঁদটি। প্রশ্ন ফাঁস বন্ধ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার নির্মম যুদ্ধ বন্ধে ‘গুচ্ছ পরীক্ষা’র আন্দোলন সৃষ্টিকারী এই মানবতাবাদী শিক্ষক বেঁচে থাকবেন অনন্তকাল। আর কাঁদব না, আহাজারিও করব না। প্রতিরোধ গড়ে তুলব সকল অসত্য-অসুন্দর ও অন্যায়ের বিরুদ্ধে। মৌলবাদ-জঙ্গীবাদ- সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াব। লাখো শহীদের আত্মত্যাগের বাংলাদেশকে মানুষের বাসযোগ্য করব। জাফর ইকবাল স্যার আপনি একা নন। আপনার চেতনায় শাণিত হয়ে আপনার স্বপ্ন পূরণে, আপনার অনুসারী বাংলার মানুষ আপনার পাশে আছে এবং থাকবে। খোদা আপনাকে ‘এই অবিশ্বাস্য সুন্দর পৃথিবীটিকে’ অনেকদিন দেখতে দেবে। হাজীগঞ্জ, চাঁদপুর থেকে
×