ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জারিফ এ আলম

জাফর ইকবাল চেতনার নাম

প্রকাশিত: ০৪:১১, ১৫ মার্চ ২০১৮

জাফর ইকবাল চেতনার নাম

বাংলাদেশে যে কজন মুক্তমনা বুদ্ধিজীবী আছেন মুহম্মদ জাফর ইকবাল তাঁদের অন্যতম। তিনি একজন আদর্শ শিক্ষক। বিশিষ্ট কথাসাহিত্যিক। তাঁর লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং নিবন্ধ বিপুল জনপ্রিয় তরুণ সমাজের কাছে। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ সায়েন্সফিকশন রচিয়তা। তাঁর পরিচিতিও ব্যাপক। তরুণদের কাছে তিনি আইডল হিসেবে বিবেচিত। কিন্তু এরপরও দেখা গেল মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গীগোষ্ঠীর তাঁর ওপর হামলা করার হীন প্রচেষ্টা। এই প্রগতিশীল লেখক এবং অধ্যাপকের ওপর এই আক্রমণ সত্যিই দুঃখজনক। যারা জাতিকে আশা দেখান, ভাবনার ভেতর গতি এনে দেন, তাঁদের ওপর এমন অমানবিক বর্বরোচিত আক্রমণ অসঙ্গলের অশনিসংকেত। জঙ্গীদের এভাবে প্রশ্রয় দিলে এদেশে মুক্তবুদ্ধি চর্চাকারীরা হবে সঙ্কটের সম্মুখীন। তাঁদেরকে কোনভাবেই আশ্রয় ও প্রশ্রয় দেয়া যাবে না। কারণ, এতে হিতে বিপরীত হবে। মানুষ ভুগবে নিরাপত্তাহীনতায়। ২০০৪ সালে বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাবিদ হুমায়ুন আজাদকেও আমরা এমন ঘৃণ্য হামলার শিকার হতে দেখি। এবং সাম্প্রতিক সময়েও অনেককে এই হত্যাকাণ্ডের শিকার হতে দেখি। বিশ্বজিৎ, অনন্ত এবং দীপনসহ এরা সেই জঙ্গীদের বর্বরতার শিকার। তাই সময় থাকতেই প্রতিরোধের ভিত গড়ে তুলতে হবে। এসব বিকৃত মানসিকতার মানুষদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সচেতন হতে হবে সরকার এবং তরুণ সমাজকে। তবেই জঙ্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। রাজশাহী থেকে
×