ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপনির্বাচনে বি’বাড়িয়ায় নৌকা, গাইবান্ধায় লাঙ্গলের জয়

প্রকাশিত: ০৯:০৫, ১৪ মার্চ ২০১৮

উপনির্বাচনে বি’বাড়িয়ায় নৌকা, গাইবান্ধায়  লাঙ্গলের জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ ধরে রাখতে পারলেও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি হারাতে হয়েছে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির কাছে। মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগর এবং গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে মঙ্গলবার এই দুই সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। কোন গোলযোগ ছাড়াই এই দুটি আসনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। গাইবান্ধা-১ আসনে ১০ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী। ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, নৌকা প্রতীকে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ৮৩ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট।
×