ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বচ্ছ ঢাকা গড়তে শিক্ষকদের সহায়তা চাইলেন সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:৪২, ১৪ মার্চ ২০১৮

 স্বচ্ছ ঢাকা গড়তে শিক্ষকদের সহায়তা চাইলেন সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ স্বচ্ছ ঢাকা গড়তে শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষকদের সহায়তা চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঢাকাকে পরিচ্ছন্ন, পরিবেশ, প্রতিবেশ ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এসেম্বিলিতে পরামর্শমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে শিক্ষকদের প্রতি মেয়র এ আহ্বান জানান। সোমবার বেইলি রোড অফিসার্স ক্লাবে স্বচ্ছ ঢাকা বিষয়ে সচেতন করে তুলতে রাজধানীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কর্পোরেশনের ৫টি অঞ্চলের কমপক্ষে ৪শ’ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত শিক্ষকগণ স্বচ্ছ ঢাকা গড়ে তুলতে মেয়রের আহ্বান শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন। সভায় প্রতিষ্ঠানের শিক্ষকগণ ব্যবসায়ীদের কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের সময় দোকানে ওয়েস্ট বাস্কেট রাখা বাধ্যতামূলক করার প্রস্তাবসহ কিছু পরামর্শ তুলে ধরেন।
×