ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৮:১২, ১৪ মার্চ ২০১৮

এবি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ মামলার আসামি না হলেও তদন্তের প্রয়োজনে প্রায় ১শ ৬৫ কোটি টাকা পাচারের ঘটনায় আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান এম এ আউয়াল ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ২টা থেকে কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য জানিয়েছেন। তিনি বলেন, এম এ আউয়াল ও মশিউর রহমান এই অর্থপাচারের ঘটনায় করা মামলার আসামি নন। তবে তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অর্থপাচারের ঘটনায় করা মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা হলেন হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ মাহফুজ উল ইসলাম ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আজিম।
×