ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিহত কেবিন ক্রুর আড়াই বছরের মেয়েকে দাদির কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৮:০৯, ১৪ মার্চ ২০১৮

নিহত কেবিন ক্রুর আড়াই বছরের মেয়েকে দাদির কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ ইউএস-বাংলার বিধ্বস্ত উড়োজাহাজের নিহত কেবিন ক্রু নাবিলা ফারহিনের আড়াই বছর বয়সী মেয়ে ইনায়া ইমাম হিয়াকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উত্তরা পশ্চিম থানা পুলিশ শিশু হিয়াকে তাদের কাছে হস্তান্তর করেন। উত্তরা (পশ্চিম) থানার ইন্সপেক্টর (তদন্ত) জনকণ্ঠকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসি শিশু হিয়াকে তার দাদির কাছে হস্তান্তর করেন। সন্ধ্যা পৌনে ৮টার দিকে হিয়ার চাচার বন্ধু বিপ্লব জনকণ্ঠকে জানান, বিমান দুর্ঘটনার পর হিয়ার দাদি উত্তরা ১৪ নম্বর সেক্টরে নাবিলার বাসায় গিয়ে তা তালাবদ্ধ দেখতে পান। এরপর রাতেই থানায় জিডি করা হয়। মূলত নাবিলার মৃত্যু সংবাদ পেয়ে হিয়াকে ভাষানটেকে তার নানির বাসায় নিয়ে যাওয়া হয়। দুই পরিবারের শোকের কারণে যোগাযোগ করতে পারেনি বলে এই ঘটনাটি ঘটেছে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান জানান, সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর শিশু হিয়ার মা কেবিন ক্রু নাবিলা নিহত হয়। এই খবরের পরপরই শিশুটি হারিয়ে যাওয়ার অভিযোগ আসে। বাড়ির কাজের বুয়া রুনা (৩০) তাকে নিয়ে পালিয়ে গেছে। পরে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সড়কের পাশের একটি বাসা থেকে কাজের বুয়া রুনাকে (৩০) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে কাজের বুয়া রুনা জানান, বিমান দুর্ঘটনার পর হিয়াকে তার খালা নুসরাত নিয়ে গেছেন। রাতে ভাষানটেকের তার নানা বাড়িতে ছিল হিয়া। এসআই আরিফুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে তার খালা নুসরাত শিশু হিয়াকে উত্তরা পশ্চিম থানা নিয়ে এসেছেন। পরে বিকেলে ডিসি ও ওসি সাহেবের উপস্থিতিতে শিশু হিয়াকে স্বজনের কাছে হস্তান্তর করা হয়।
×