ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ রাবাদা

প্রকাশিত: ০৬:৫৯, ১৪ মার্চ ২০১৮

নিষিদ্ধ রাবাদা

স্পোর্টস রিপোর্টার॥ দুই ইনিংসেই ভয়ঙ্কর ছিলেন, একাই ধসিয়ে দিয়েছেন সফরকারী অস্ট্রেলিয়ার ইনিংস। পোর্ট এলিজাবেথে প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে ভূমিকা রাখেন তিনি। দলকে সমতায় ফেরান ৪ টেস্টের সিরিজে। ১-১ সমতায় আনার মাধ্যমে ম্যাচসেরাও হয়েছেন। এই নৈপুণ্যের পর তিনি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হয়ে গেছেন। কিন্তু বিশ্বসেরা হয়েই দুঃসংবাদটা পেয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। আচরণবিধি ভঙ্গের কারণে দুই টেস্টে নিষিদ্ধ হয়েছেন তিনি। এর সঙ্গে ম্যাচ ফি থেকে ৫০ ভাগই কর্তন করে নেয়া হয়েছে। এক নম্বর টেস্ট বোলার হিসেবে চলতি বছর শুরু করেছিলেন রাবাদা। কিন্তু ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসনের কাছে জায়গা হারান তিনি। হারানো জায়গা পুনরুদ্ধার করতে বেশি সময় নিলেন না এ প্রোটিয়া পেসার। ২২ বছর বয়সী রাবাদা ক্যারিয়ার সেরা পয়েন্ট নিয়ে আবার দখল করেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান। এ্যান্ডারসনকে দুই নম্বরে নামিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ ৯০২ পয়েন্ট নিয়ে আবার হয়েছেন টেস্টের এক নম্বর বোলার। দুই নম্বরে থাকা এ্যান্ডারসনের পয়েন্ট ৮৮৭। কিন্তু দলের জয়ের রাতেই বড় এক দুঃসংবাদ শুনেছেন রাবাদা। আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙ্গায় নিষিদ্ধ হয়েছেন দুই টেস্ট। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ হয়ে গেছে এই পেসারের। অথচ পোর্ট এলিজাবেথ টেস্ট জিতে প্রোটিয়ারা সিরিজে সমতা ফিরিয়েছে তার দুর্দান্ত নৈপুণ্যেই। সিরিজের দ্বিতীয় টেস্টে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতার পর রাবাদা শোনেন নিষেধাজ্ঞার খবর।
×