ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ মার্চ ২০১৮

আফগানিস্তানের জালে বাংলাদেশের  ২৫ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস হকির বাছাইপর্বে মঙ্গলবার বিশাল জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ। ওমানের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ২৫-০ গোলে শোচনীয়ভাবে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। এই জয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে থাইল্যান্ডকে উড়িয়ে দেয়। পরের ম্যাচে ৫-১ গোলে বিধ্বস্ত করে হংকংকে। বাংলাদেশের জয়ে রোমান সরকার ও দীন ইসলাম ইমন চারটি করে গোল করেন। মামুনুর রহমান চয়ন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন করেন ৩টি করে গোল। ২টি করে গোল হাসান যুবায়ের নিলয় ও ফরহাদ হোসেন শিটুলের। অপর গোলটি নাইম উদ্দিনের। বাছাইপর্বে নিজেদের পুলের তিন ম্যাচই জিতল বাংলাদেশ। বাছাইয়ের পুলপর্বে ৬৬ গোল হজম করল টানা তিন ম্যাচ হারা আফগানিস্তান। বাংলাদেশ দলের প্রথম লক্ষ্য হলো কোয়ালিফাই করা। আর দ্বিতীয়টি হলো চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান গেমসের মূলপর্বে খেলা। ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এশিয়ান গেমস। ইন্দোনেশিয়ার টিকেট পেতে ওমানে লড়বে ১২টি দল। বাংলাদেশ, স্বাগতিক ওমান, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে, হংকং, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ইরান এবং আজারবাইজানের সঙ্গে আছে আরও দুটি দেশ। সর্বশেষ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। এবার বাছাইপর্বে সেরা চারে থাকার চ্যালেঞ্জ। ৫টি দল বাছাইপর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
×