ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, ইনজুরি সত্ত্বেও আর্জেন্টিনা দলে এ্যাগুয়েরো

নেইমারকে ছাড়া ব্রাজিলের পরীক্ষা

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ মার্চ ২০১৮

 নেইমারকে ছাড়া ব্রাজিলের পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন নেইমার। যে কারণে রাশিয়া ও জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য তাকে ব্রাজিল দলের বাইরে রেখেছেন কোচ টিটে। অন্যদিকে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের জন্য চোট পাওয়া সার্জিও এ্যাগুয়েরোকে দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ। প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলিয়ান কোচ জাতীয় দলে নতুনদের সুযোগ দিয়েছেন। আগামী ১৪ জুন রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করার আগে ২৩ ও ২৭ মার্চ অনুশীলন ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ফেব্রুয়ারি মাসে প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলতে গিয়ে পায়ের গুরুতর ইনজুরিতে আক্রান্ত নেইমারকে ছাড়াই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে। দলের সেরা তারকার অনুপস্থিতি কিছুটা হলেও দলের ওপর প্রভাব ফেলেছে। পুরো পরিস্থিতি আরও একটু ভালভাবে পর্যবেক্ষণ করেই টিটে দল ঘোষণায় ১০ দিন দেরি করেছেন। অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস নেইমারকে বিশ্রামে থাকতে হবে। এ কারণেই ২৩ জনের পরিবর্তে ব্রাজিল কোচ ২৫ জনের তালিকা ঘোষণা করেছেন। স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ একটি মৌসুম কাটানোর পুরস্কারস্বরূপ ২৬ বছর বয়সী স্ট্রাইকার উইলিয়ান জোসেকে জাতীয় দলে ডাকা হয়েছে। এদিকে তুরস্কের বেসিকটাসের হয়ে নিজেকে প্রমাণ করা টালিসকাকে ২০১৪ সালে দুটি প্রীতি ম্যাচের পরে প্রথমবারের মতো দলে ডাকা হয়েছে। তবে দলে অন্যতম বড় তারকা হিসেবে অনুপস্থিত আছেন জুভেন্টাসের লেফট ব্যাক এ্যালেক্স সান্ড্রো। তার পরিবর্তে আছেন ফিলিপ লুইস। অন্যদিকে ইতালি ও স্পেনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে আর্জেন্টাইন স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ম্যানচেস্টার সিটির তারকা এ্যাগুয়েরো বর্তমানে হাঁটুর ইনজুরিতে ভুগছেন, যে কারণে দুই সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে আছেন। এরপরও দলে আছেন তিনি। আগামী ২৩ মার্চ স্পেন ও চারদিন পর ইতালির বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত সপ্তাহে তৃতীয় পুত্র সন্তানের জন্মের কারণে বার্সিলোনার ম্যাচে অনুপস্থিত থাকা লিওনেল মেসিও জাতীয় দলে ফিরেছেন। স্পেনের বিপক্ষে এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার পর আর্জেন্টিনা ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে ইতালির বিরুদ্ধে লড়বে।
×