ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ মার্চ ২০১৮

বিমান দুর্ঘটনায় নিহতদের  স্মরণে মোমবাতি প্রজ্বালন

স্টাফ রিপোর্টার ॥ মোমবাতির আলোয় আলোকিত হলো কেন্দ্রীয় শহীদ মিনার। আলোক প্রজ্বালনের এই সন্ধ্যায় বিষণœতা ভর করে সমাগত মানুষের মুখাবয়বে। আলো ভেদ করেও শোকের ছাপ দেখা দেয় চোখেমুখে। স্বজন, বন্ধু, সহকর্মী ও প্রিয় মানুষকে হারানোর বেদনায় মূর্ত হয় ভাষাশহীদদের স্মৃতির স্মারক শহীদ মিনার। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউ এস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের আবহটা ছিল এমনই। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয়। স্মরণের এ আয়োজনে অংশ নেয় নানা শ্রেণী-পেশার মানুষ। নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। মোমবাতি প্রজ্বালনের পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
×