ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন কোনদিন পূরণ হবে না ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ মার্চ ২০১৮

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন কোনদিন পূরণ হবে না ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৩ মার্চ ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূূলক। যারা তত্ত্বাবধায়ক সরকারের কিংবা সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তাদের সেই স্বপ্ন কোন দিন পূরণ হবে না। সংবিধান অনুসারে এই সরকারের অধীনেই নির্বাচন হবে। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে যে রকম নির্বাচন হয় বাংলাদেশেও সেই রকম নির্বাচন হবে। মঙ্গলবার দুপুরে ভোলার শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে রতনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেছেন। এদিকে আওয়ামী লীগের এই সমাবেশকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা পড়েছে। দলীয় নেতকর্মীর সঙ্গে সাধারণ মানুষ সকাল থেকে মিছিল ঢোল বাদ্য বাজিয়ে সমাবেশে উৎসব মুখর পরিবেশে অংশ নেয়। এক পর্যায়ে স্কুলের মাঠ ছাড়িয়ে রাস্তায় রাস্তায় জনস্রোত দেখা যায়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার বক্তব্যের শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। মন্ত্রী ভোলার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বিগত কোন সরকারের আমলেই ভোলার নদী ভাঙ্গন ঠেকাতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোলা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে। মেঘনার ভাঙ্গনরোধে ২ হাজার কোটি টাকার কাজ হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ও সদ্য উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, মইনুল হোসেন বিপ্লব, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ সমাবেশে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×