ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ মার্চ ২০১৮

 বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ততই ঘনীভূত হচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই ড. জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় ১৪ দল ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করেন। মঙ্গলবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা ও জঙ্গীবাদের উত্থানের প্রতিবাদে আগামী ২০ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণজমায়াত কর্মসূচী সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়। যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি কখনও দেশকে শান্তিতে পরিচালনা করতে দেয়নি। মানুষের ভাগ্যের উন্নয়ন তাদের ভাল লাগে না। উন্নয়ন দেখে তারা ঈর্ষান্বিত হয়। দেশের স্বাধীনতা লাভের পর দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, সেভাবেই এখনও ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই জঙ্গী-সন্ত্রাস মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সিএনএন’র অনলাইনে এসেছে বাংলাদেশে ১২৫টি জঙ্গী সংগঠন আছে। আমি মনেকরি এতে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা রয়েছে। তাছাড়া জাফর ইকবালের ওপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। লন্ডনে বসে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রেরই অংশ। যৌথ সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রিয়াজুল কবির কাওছারসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ সহযোগী বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বর্তমান সরকারের সময় আরও বলিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। সরকার এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচএম আল মুতাইরি মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে আসলে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানসহ মন্ত্রণালয় ও সৌদি দূতাবাসের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় এলডিসি মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন। সব মেডিক্যাল কলেজে ৩ দিনের শোক ॥ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবারের বিমান দুর্ঘটনায় নিহত সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের স্মরণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে দেশের সব সরকারী ও বেসরকারী মেডিক্যাল কলেজে তিন দিনের শোক পালন চলছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচী পালনকালে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হচ্ছে। এ সময় ক্যাম্পাসে কোন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা থেকে বিরত থাকার জন্য কলেজ কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় নেপালের স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও কলেজ কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
×