ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিকান্ডে নারীর মৃত্যু ॥ ৬ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ মার্চ ২০১৮

চট্টগ্রামে অগ্নিকান্ডে  নারীর মৃত্যু ॥  ৬ দোকান  ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সংঘটিত পৃথক অগ্নিকান্ডে ৬টি দোকান ও বসতঘর ভস্মীভূত এবং এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর মোহাম্মদ নগর, সাগরিকা এবং জেলার হাটহাজারীতে এই দুর্ঘটনাগুলো ঘটে। জানা যায়, হাটহাজারীর উত্তর ফতেয়াবাদ এলাকার পূর্ব ছড়াকূলে রান্নার চুলা থেকে অগ্নিকান্ডে এক মহিলা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিসের হাটহাজারী স্টেশনের সিনিয়র অফিসার জাকের হোসেন বলেন, রাত আটটায় খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ওই মহিলাকে বাঁচান যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে রান্না ঘরেই তার মরদেহ পাওয়া যায়।। নিহত মহিলার স্বামী একজন সিএনজি অটোরিক্সা চালক বলে জানা গেছে। নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগরের দুই নম্বর গলিতে রাত পৌনে চারটার দিকে আগুনে পুড়েছে ৩টি সেমিপাকা ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অকুস্থলে গিয়ে আগুন নেভায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ টাকা। এ ছাড়া সাগরিকা রোডের চসিক অফিসের সামনে রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। . গাজীপুর নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, গাজীপুরে মঙ্গলবার পৃথক অগ্নিকান্ডে ফার্নিচারের দোকান ও রিক্সার গ্যারেজসহ চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নেভান। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন ও স্থানীয়রা জানান, টঙ্গীর মধুমিতা এলাকায় আনারকলি সিনেমা হলের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন শাহজালাল এ্যান্ড শাহ জামাল এন্টারপ্রাইজ নামের ফার্নিচারের দোকানে মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ দিকে জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় এক অগ্নিকান্ডে দুইটি দোকানসহ একটি রিক্সার গ্যারেজ পুড়ে গেছে। গ্যারেজে থাকা অটোরিক্সার ব্যাটারি চার্জ করতে গিয়ে সকাল ৬টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণহীন হয়ে পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। . দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দর উপজেলার আলহেরা রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের আবাসিক ভবনে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে পাবর্তীপুর উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকান্ডের ঘটনাটি সোমবার রাত ৮টায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা নামকস্থানের আলহেরা রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের আবাসিক ভবনে ঘটেছে। . বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে দুইজন গুরুতর আহত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা জানান, ওই গ্রামের খান বাড়ির বাসিন্দা আবুল কালাম খানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
×