ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে জঙ্গীবাদ-মাদকের বিরুদ্ধে ১১শ’ শিক্ষার্থীর শপথ

প্রকাশিত: ০৪:৩২, ১৪ মার্চ ২০১৮

দিনাজপুরে জঙ্গীবাদ-মাদকের  বিরুদ্ধে ১১শ’ শিক্ষার্থীর  শপথ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ টিফিনের টাকা বাঁচিয়ে লাল কার্ডের মাধ্যমে জঙ্গীবাদ, মাদক, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিয়েছে দিনাজপুর জিলা স্কুলের ১১শ’ শিক্ষার্থী। মঙ্গলবার লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে দিনাজপুর জিলা স্কুলের ১১শ’ শিক্ষার্থী মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও জঙ্গীবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়নুল আবেদীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। নৈতিক শিক্ষা সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে ধারণ করার লক্ষ্যে সবুজ কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। প্রতি মাসে টিফিন থেকে ১ টাকা বাঁচিয়ে সঞ্চিত টাকা জনকল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভীন, উদ্যোক্তা মুকিদ হায়দার শিপন, আবুল কালাম আজাদ, মোঃ মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার, মোঃ শহিদুল ইসলাম এবং লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
×