ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ ১০ নেতা রিমান্ডে

প্রকাশিত: ০৪:২৭, ১৪ মার্চ ২০১৮

রাজশাহীতে জামায়াতের  কেন্দ্রীয় আমিরসহ  ১০ নেতা রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে গোপন বৈঠক থেকে গ্রেফতার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ শীর্ষ নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহাবুবুর রহমান তাদের প্রত্যকের একদিন করে এই রিমান্ড মঞ্জুর করেন। জামায়াতের এই ১০ নেতা হলেন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী জেলা (পূর্ব) আমির রেজাউর রহমান, জেলা (পশ্চিম) আমির আবদুল খালেক, মহানগর আমির ড. আবুল হাশেম, সেক্রেটারি সিদ্দিক হোসেন, রোকন মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির আবুজার গিফারী, রোকন রফিকুল ইসলাম, রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের সদস্য ময়নুল হোসেন এবং গোদাগাড়ী থানা জামায়াতের কর্মী তৈয়ব আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রাশিদুল ইসলাম তাদের এই রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার আদালতে আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। তবে ওই দিন আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিল। এ দিন শুনানি হলে আদালত তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করে।
×