ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান পদে মনোনয়নবঞ্চিত যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২৭, ১৪ মার্চ ২০১৮

চেয়ারম্যান পদে  মনোনয়নবঞ্চিত  যুবলীগ নেতার  সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ মার্চ ॥ স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে কেন্দ্রীয় নির্দেশনা না মেনে নিজেদের ইচ্ছামতো প্রার্থী বাছাই করে দলের মনোনয়ন বঞ্চিতের অভিযোগ করলেন উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল খান। তিনি মঙ্গলবার বেলা ১১টায় তার বাসায় সংবাদ সম্মেলনে বাবুল খান নিজেকেসহ তার গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জানান। বিরোধী দলে থাকাকালীন জেলজুলুম সহ্য করেছেন। নির্যাতিত আওয়ামী পরিবার হিসেবে তার এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। তারপরও পর পর দুইবার তাকে মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন দেয়া হয়নি। সর্বশেষ এ বছর আসন্ন ২৯ মার্চের নির্বাচনে মিঠাগঞ্জে তৃণমূলে কোন ভোট না হওয়া সত্ত্বেও একটি কাল্পনিক ভোটার সংখ্যা লিখে নমিনেশন বোর্ডে পাঠান হয়েছে। সেখানে ২০১৩ সালে আওয়ামী লীগে যোগদান করা বর্তমান চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিনকে এক নম্বরে এবং তার নাম দুই নম্বরে দেখান হয়েছে। কেন্দ্রীয়ভাবে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা ইউনিয়ন, উপজেলা এবং জেলা কমিটির নেতৃবৃন্দ মানেননি। বাবুল খান ক্ষোভের সঙ্গে জানান, ত্যাগী নেতাকর্মীদের এভাবে অবমূল্যায়ন করলে আগামী সংসদ নির্বাচনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে দলের উপজেলা পর্যায়ের শীর্ষ একাধিক নেতা জানান, মিঠাগঞ্জ ইউনিয়নেসহ পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কোন অনিয়ম কিংবা স্বজনপ্রীতি করা হয়নি।
×