ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির দশম সমাবর্তন স্থগিত

প্রকাশিত: ০৪:২৬, ১৪ মার্চ ২০১৮

রাবির দশম  সমাবর্তন  স্থগিত

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনের সভাপতি ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অসুস্থার কারণে সমাবর্তন স্থগিত ঘোষণা করা হয়েছে। ২৪ মার্চ অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে অপারগতা জানালে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্লানিং কমিটির জরুরী সভায় সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বরে দশম সমাবর্তনের আয়োজন করে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। কিন্তু প্রশাসনিক জটিলতায় তখন বন্ধ হয়ে যায় এই সমাবর্তনের কার্যক্রম। এরপর ২০১৭ সালের মে মাসে বর্তমান উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান দায়িত্ব নেবার পর চলতি বছর ২৪ মার্চ নির্ধারিত হয় সমাবর্তনের তারিখ।
×