ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জ হজ নিবন্ধনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রকাশিত: ০৪:২৬, ১৪ মার্চ ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ হজ নিবন্ধনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে  প্রতারক চক্র

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ হজ নিবন্ধনের সময়সীমা ১৮ মার্চ করা হলেও তা নিয়ে বাণিজ্যে নেমেছে এক শ্রেণীর দালাল ও প্রতারক। তারা নিবন্ধনের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি হজে যাবার নির্দিষ্ট তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে একাধিক অবৈধ এজেন্ট মাঠে নেমে পড়েছে। তারা নিবন্ধন করা হজ যাত্রীদের নানান ভাবে প্রতারণা করছে। এই অঞ্চলে হ্যাবের কোন বৈধ এজেন্ট না থাকায় ঢাকা অঞ্চলের এজেন্টের নামে এইসব অবৈধ এজেন্ট মাঠে নামায় মানুষ সঙ্কিত হয়ে পড়েছে। এসব প্রতারক চক্রের অধিকাংশ সাবেক কর্মচারী ও মসজিদের ইমাম, গোপনে জঙ্গী নেতা। প্রায় শতাধিক এজেন্ট নানান ধরনের প্রলোভন ও সরকারের বেধে দেয়া অর্থের অনেক কমে হজ করাতে পারবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা টাকা সংগ্রহ করা শুরু করেছে।
×