ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নগরভবন ছেড়ে বিসিসি মেয়রের পাল্টা সংবাদ সম্মেলন ॥ অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:২৫, ১৪ মার্চ ২০১৮

নগরভবন ছেড়ে বিসিসি  মেয়রের পাল্টা সংবাদ  সম্মেলন ॥ অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ টানা ২৩ দিন ধরে চলছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি। মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। তারা পাঁচ মাসের বেতন ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করার ২৪ ঘণ্টা পরই মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। তাও আবার নগর ভবনের বাইরে একটি কমিউনিটি সেন্টারে। সেখানেও মেয়রকে অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা। সূত্র মতে, টানা ২৩ দিন ধরে নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সোমবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলন করে কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, গত ১১ মার্চ সমঝোতা বৈঠকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে তিন কিস্তিতে পাঁচ মাসের বকেয়া বেতন ও ১০ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের সিদ্ধান্ত হলেও তাতে শেষপর্যন্ত স্বাক্ষর করেননি মেয়র। এ অবস্থায় মঙ্গলবার প্রথম কার্যদিবসের মধ্যে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে আগামীকাল বুধবার থেকে চলমান আন্দোলনের সঙ্গে নতুন করে পূর্ণদিবস কর্মবিরতি এবং কর্পোরেশনের সব অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি প্রদর্শন করা হয়। হুমকি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে দশটার পরেই তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এদিকে কর্মকর্তা ও কর্মচারীদের ওই সংবাদ সম্মেলনের জবাব দিতে মঙ্গলবার বরিশাল ক্লাব মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলন করে সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, কর্মকর্তা ও কর্মচারীরা মাত্র দুই মাসের বেতন পাবেন। আর এর জন্য আন্দোলন করছেন। তাদের কর্মে ফিরিয়ে আনতে ইতোমধ্যে বেশ কয়েকটি সবঝোতা বৈঠক করা হয়েছে। কিন্তু তারা কর্মে ফিরছেন না। সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র দ্রুততার সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের কর্মে ফেরার অনুরোধ করেন। বরিশাল ক্লাব মিলনায়তনে মেয়রের সংবাদ সম্মেলন চলাকালে নগর ভবনের আন্দোলনকারী কর্মকর্তা ও কর্মচারীরা সেখানে অবস্থান নিয়ে মেয়রের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। একপর্যায়ে মেয়রকে তারা অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে মেয়র আহসান হাবিব কামাল ঘটনাস্থান ত্যাগ করেন। অপরদিকে টানা ২৩ দিন কর্মকর্তা ও কর্মচারীদের সকল দাফতরিক কর্মকান্ড বন্ধ থাকায় পুরোপুরি অচল হয়ে পরেছে নগর ভবন। নগরবাসী সেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। এ ব্যাপরে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, নগরবাসীর সমস্যা লাঘবের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন। মেয়রকে বকেয়া বেতন দিতে হলে অফিস খুলতে হবে। অফিস না খুললে মেয়র বেতন দেবেন কিভাবে। তাই মেয়রের প্রতিশ্রুতি মেনে কর্মকর্তা ও কর্মচারীরা কাজে যোগ দিলেই অচলাবস্থা কেটে যাবে।
×