ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বছরের জুনেই উত্তরা ইপিজেডে পাইপলাইনে গ্যাস আসছে

প্রকাশিত: ০৪:২১, ১৪ মার্চ ২০১৮

আগামী বছরের জুনেই উত্তরা ইপিজেডে পাইপলাইনে গ্যাস আসছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শিল্প বিকাশে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়ার পর এবার রংপুর বিভাগীয় শহর সহ নীলফামারীতে পাইপলাইনে গ্যাস আসছে। আগামী ২০১৯ সালের জুন মাসে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। গ্যাসের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে রংপুর ও নীলফামারীবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বিভাগে পাইপলাইনে গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছিলেন। অবশেষে প্রধানমন্ত্রী সেই আশ্বাস বাস্তবায়ন হতে যাচ্ছে। রংপুর বিভাগে গ্যাস সরবরাহের জন্য সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ক নির্মাণে প্রায় ১৮শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ-সংক্রান্ত উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) জ্বালানি বিভাগে পাঠিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে উত্তরাঞ্চলের বগুড়া পর্যন্ত গ্যাস পাইপলাইন রয়েছে। বগুড়া থেকে এটি সম্প্রসারণ করে রংপুর বিভাগীয় শহর ও নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস পাইপলাইন ও যন্ত্রপাতিস্থাপনে দেড় হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে জিটিসিএল। অর্থের উৎস ধরা হয়েছে জ্বালানি নিরাপত্তা তহবিল হতে। সূত্র মতে সৈয়দপুর ও নীলফামারীর উত্তরা ইপিজেড পর্যন্ত প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় ২৪ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার পাইপলাইন বসবে। এই সঞ্চালন লাইন দিয়ে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে। বাস্তবায়নকাল ধরা হয়েছে এ বছরের জানুয়ারি থেকে আগামী বছরের জুন পর্যন্ত। মূল পাইপলাইন হতে আবার পৃথক আরেকটি প্রকল্প নেয়া হয়।
×