ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমেরিকা থেকে এলএনজি আমদানি শুরু করল ভারত

প্রকাশিত: ০৪:২১, ১৪ মার্চ ২০১৮

আমেরিকা থেকে এলএনজি আমদানি শুরু করল ভারত

অপরিশোধিত তেলের পর সম্প্রতি আমেরিকা থেকে তরলীভূত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করল ভারত। লুইজিয়ানা থেকে এলএনজি আমদানির জন্য ২০ বছরের চুক্তি হয়েছে। প্রতি বছর ৩৫ লক্ষ টন এলএনজি আমদানির জন্য লুইজিয়ানার চেনেরি এনার্জির সঙ্গে চুক্তি হয়েছে গেইল ইন্ডিয়ার। প্রথম পর্যায়ের এলএনজি এই মাসের ২৮ তারিখের মধ্যেই এসে পড়বে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, গত অক্টোবরে ভারত আমেরিকা থেকে ফের অপরিশোধিত তেল আমদানি শুরু করে। ১৯৭৫ সালে এই তেল আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। ২০১৫ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। -অর্থনৈতিক রিপোর্টার
×