ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ এয়ার ফ্রান্সের

প্রকাশিত: ০৪:২০, ১৪ মার্চ ২০১৮

এয়ার ইন্ডিয়া কেনার আগ্রহ এয়ার ফ্রান্সের

প্রায় ৫০ হাজার কোটি টাকার লোকসানে চলা ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কেনার ইচ্ছা প্রকাশ করল জেট এয়ারওয়েজ, এয়ার ফ্রান্স-কেএলএম এবং ডেলটা এয়ারলাইন্সের কনসোর্টিয়াম। খুব শীঘ্র এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের জন্য দরপত্র (এক্সপ্রেসন অব ইন্টারেস্ট) ডাকা হবে বলে সূত্রের খবর। এই তিন সংস্থার একসঙ্গে আশার পেছনে ব্যবসায়িক লক্ষ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ভারতে পা ফেলতে চাইছে এয়ার ফ্রান্স। ডেলটা এবং আলিটালিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে আটলান্টিক মহাদেশ জুড়ে এয়ার ফ্রান্স সবচেয়ে বড় উড়ান ব্যবসা চালায়। তাদের দৈনিক উড়ানের পরিমাণ ২৭০টি। কিভাবে এয়ার ইন্ডিয়ার অংশীদারত্ব বিক্রি করা হবে, তা চূড়ান্ত করতে কাজ করছে মন্ত্রিগোষ্ঠী। এরমধ্যেই এয়ার ইন্ডিয়া কেনার ইচ্ছা প্রকাশ করেছে ইন্ডিগো এবং বিদেশী একটি সংস্থা। সূত্রের খবর, এ বছরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার চারটি শাখার বিলগ্নীকরণ পক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার। -অর্থনৈতিক রিপোর্টার
×