ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দো বাংলার আইপিও আবেদন শুরু ৮ এপ্রিল

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মার্চ ২০১৮

ইন্দো বাংলার আইপিও আবেদন শুরু ৮ এপ্রিল

ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু আগামী ৮ এপ্রিল রবিবার থেকে। চলবে ১৮ এপ্রিল, বুধবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১১ টাকা ৬৩ পয়সা। সূত্র জানায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা ব্যবসা সম্প্রসারণ কাজে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×