ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারল্য সঙ্কটে পুঁজিবাজারে ধস

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মার্চ ২০১৮

তারল্য সঙ্কটে পুঁজিবাজারে ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ তারল্য সঙ্কটের কারণে শেয়ারবাজারে ধস হচ্ছে বলে জানিয়েছেন ডিএসই ব্র্রোকারর্স এ্যাসোসিয়েশনের সভাপতি (ডিবিএ) মোস্তাক আহমেদ সাদেক। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে শেয়ারবাজারে পতনের কারণ অনুসন্ধানে জরুরী বৈঠকে বসে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকারর্স এ্যাসোসিয়েশন (ডিবিএ), ব্যাংকার্স এ্যাসোসিয়েশন, লিস্টেড কোম্পানি এ্যাসোসিয়েশন, লিজিং কোম্পানি এ্যাসোসিয়েশন এবং ডিএসইর শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মোস্তাক সাদেক। মোস্তাক সাদেক বলেন, শেয়ারবাজারে তারল্য সঙ্কটে রয়েছে। যে কারণে শেয়ারবাজারে পতন হচ্ছে। তবে এই তারল্য সঙ্কট কেটে গেলে, শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে অতীতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেও শেয়ারবাজারে তার কোন প্রভাব ছিল না। আর ভবিষ্যতেও কোন প্রভাব পড়বে না। এ সময় বিএমবিএ’র সভাপতি নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
×