ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা তিন দিনে সূচক কমেছে ২০৪ পয়েন্ট

প্রকাশিত: ০৪:১৮, ১৪ মার্চ ২০১৮

টানা তিন দিনে সূচক কমেছে ২০৪ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারও বড় দরপতনে উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে ডিএসইএক্স ৮ মাস ২১ দিন আগের অবস্থানে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনটিতে শুধু নতুন তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল ছাড়া কোন কোম্পানির শেয়ারই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারেনি। এই অব্যাহত পতনে শেষ তিন দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮৬ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যা বিগত ৮ মাস ২১ দিন বা ১৭৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ২২ জুন ডিএসইর ডিএসইএক্স ৫ হাজার ৫৯৯ পয়েন্টে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও ৮ মাস ২১ দিন বা ১৭৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। সিএএসপিআই ২৩৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে ২০১৭ সালের ২২ জুন সিএএসপিআই ১৭ হাজার ৩৪২ পয়েন্টে ছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ ও ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৩ ও ২ হাজার ৮৫ পয়েন্টে। সিএসইর অন্য সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৭, সিএসই-৩০ সূচক ১১৫, সিএসসিএক্স ১৩৭ ও সিএসআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৯, ১৫ হাজার ৯১৫, ১০ হাজার ৫১৬ ও ১ হাজার ১৮২ পয়েন্টে। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮টির বা ৫ শতাংশ কোম্পানির। আর কমেছে ২৯১টির বা ৮৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির বা ৮ শতাংশের। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি টাকা। যার পরিমাণ আগের দিন ছিল ২৯৮ কোটি টাকা। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কুইন সাউথ, মুন্নু সিরামিক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটো, ফরচুন সুজ, সিভিও পেট্রো কেমিক্যাল, এপেক্স ফুড, মার্কেন্টাইল ব্যাংক ও আলিফ ইন্ডাস্ট্রিজ। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিএপিএম মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, শাশা ডেনিম, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স, এটলাস বাংলা, রেনেটা ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, সোনারগাঁও টেক্সটাইল, শ্যামপুর সুগার, ইমাম বাটন, বেক্সিমকো সিনথেটিক, মেঘনা পেট, বিডি ওয়েল্ডিং ও শাইনপুকুর সিরামিক। সিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩টির বা ১০ শতাংশের, দর কমেছে ১৮৯টির বা ৮২ শতাংশের এবং ১৮টির বা ৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১ কোটি টাকা বেশি। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, কুইন সাউথ টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার টেক, সিভিও পেট্রো কেমিক্যাল, কেয়া কসমেটিক ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×