ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় ফের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ০৪:১৫, ১৪ মার্চ ২০১৮

 সিরিয়ায় ফের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

সিরিয়ার সরকার রুশ বাহিনীর সহায়তায় নিরাপত্তা কাউন্সিলে নেয়া যুদ্ধবিরতি চুক্তি বার বার লঙ্ঘন করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। রাশিয়া ও সিরিয়ার সরকার যুদ্ধবিরতি চুক্তি লাগাতার লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। শুধু তাই নয় সিরীয় বাহিনীর হামলা বন্ধ না হলে, যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে সামরিক হস্তক্ষেপ করবে। বিবিসি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সোমবার মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। এদিকে ওই চুক্তি বাদ দিয়ে দেশটি এখন নতুন করে আরেকটি খসড়া তৈরি করছে বলেও তিনি জানান। হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র ‘আক্রমণের কোন স্থান নেই’ শিরোনামের একটি খসড়া শীঘ্রই উপস্থাপন করবে। এছাড়া যুক্তরাষ্ট্র দেশটিতে সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন। হ্যালি বলেন, ‘আমাদের যদি যুদ্ধে জড়াতেই হয়, তাহলে বলব, আমরা প্রস্তুত। আমি চাই না কোন ধরনের যুদ্ধে জড়াতে, কিন্তু আমাদের বাধ্য করবেন না, আমরা আবারও দেশটিতে যুদ্ধে জড়াতে চাই না।
×