ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপার মতবিনিময় গভা

প্রকাশিত: ০৪:১২, ১৪ মার্চ ২০১৮

জাপার মতবিনিময়  গভা

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ না করলে দলের বিজয় নিশ্চিত করা যাবে না। কারণ দেশের মানুষ আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী নির্বাচনে লাঙ্গলের ফলা দিয়ে সোনার ফসল ফলাব। এরশাদের সম্পর্ক দেশের মাটি ও সাধারণ মানুষের সঙ্গে। তিনি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে সরকারসহ নির্বাচন কমিশনের কাছে দাবি জানান। ২৪ মার্চ জাতীয় পার্টির মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দুই জেলায় সংসদীয় উপনির্বাচন চলছে। জনগণ লাঙ্গলে ভোট দিচ্ছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকে কমিশনকে আমরা আগেই অবহিত করেছিলাম।
×