ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসমাবেশ সফল করতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বান

প্রকাশিত: ০৪:১০, ১৪ মার্চ ২০১৮

 মহাসমাবেশ সফল করতে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বান

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী জাতীয় পর্যায়ের ১০টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মোর্চা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বানে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সারাদেশের সকল বেসরকারী স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১১ মার্চ থেকে অবিরাম ধর্মঘট সফলভাবে পালন করায় শিক্ষক-কর্মচারীদের প্রতি অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহ্বায়কবৃন্দ মুহাম্মদ আবু বকর সিদ্দীক, প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, অধ্যক্ষ এমএ আউয়াল সিদ্দিকী, মোঃ আজিজুল ইসলাম, অধ্যক্ষ এমএ সাত্তার, সৈয়দ জুলফিকার, সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক ও যুগ্ম-আহ্বায়কবৃন্দ অধ্যক্ষ মোঃ ফয়েজ হোসেন, মোঃ আবুল কাশেম, বিলকিস জামান, মোঃ মহীসন রেজা, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, ইয়াদ আলী, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ ফখরুদ্দীন জিগার, মোঃ শহীদ মোল্লা ১৪ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগদান করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন বেগবান করার জন্য সকল বেসরকারী স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।- বিজ্ঞপ্তি
×