ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কয়ার হসপিটালে শিশু ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে প্রোগ্রাম

প্রকাশিত: ০৪:১০, ১৪ মার্চ ২০১৮

স্কয়ার হসপিটালে শিশু ও নবজাতকের  স্বাস্থ্য ব্যবস্থাপনা  নিয়ে প্রোগ্রাম

শিশু ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়ন ও তাদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে পিতামাতার সচেতনতা বৃদ্ধি বিষয়ে স্কয়ার হসপিটাল লিমিটেডের অডিটোরিয়ামে স্কয়ার চাইল্ড এ্যান্ড নিউবর্ন হেলথ এ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। দেশে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গেলেও সাত শতাংশের অধিক শিশু নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে ভুগছে। প্রায় তিন শতাংশ শিশু অটিজম ডিজঅর্ডার নিয়ে ভুগছে। ১৪ বছর বয়স পর্যন্ত প্রায় ১৫-১৭ শতাংশ শিশু কোন না কোন নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে ভুগছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাবা মায়ের সচেতনতা, সহনশীল ব্যবহার এবং সঠিক যতœ প্রয়োজন। স্কয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে পিতামাতা ও শিশুদের অংশগ্রহণে ১২মার্চ এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শিশুর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দেরি, সেরিব্রাল পালসি, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, কথা বলায় সমস্যা, বুদ্ধিবৃত্তিক বিকাশজনিত সমস্যা, বদমেজাজ ও জন্মগত বিকলাঙ্গতা, অনির্ণীত ও বিরল উপসর্গ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। স্কয়ার হসপিটালের ডাঃ জিনা সালওয়া, কনসালটেন্ট, পেডিয়াট্রিকস এ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। তিনি শিশুর যথাযথ বিকাশের অন্তরায় দেখা মাত্র চিকিৎসার সহায়তা নেবার প্রতি গুরুত্ব দেন। ডিরেক্টর, কেএম সাইফুল ইসলাম, ডিজিএম এ্যান্ড হেড অব মার্কেটিং ডাঃ মোঃ ফয়সাল জামান, সকলকে আন্তরিক অভিনন্দন জানান। হসপিটালের বিভিন্ন বিভাগের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×