ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ, শেখ জামাল ও ব্রাদার্সের হার; লড়াই করে রূপগঞ্জের কাছে হেরেছে কলাবাগান

খেলাঘর-অগ্রণী ব্যাংকের জয়ে জমে উঠল লীগ

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ মার্চ ২০১৮

খেলাঘর-অগ্রণী ব্যাংকের জয়ে জমে উঠল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) চলতি আসরে প্রাথমিকপর্বের খেলা শেষ মুহূর্তে জমে উঠেছে। সুপার লীগে ওঠা এবং রেলিগেশনে নেমে যাওয়ার বিষয়টি নিশ্চিত হবে শেষ কয়েকটি ম্যাচে। আপাতত সেই আশঙ্কা কাটিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে খেলাঘর ৬ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে, ফতুল্লায় অগ্রণী ব্যাংক ৩ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দেয়। আর বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগান লড়াই করেও শেষ পর্যন্ত ২৬ রানে হারে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। এখন পর্যন্ত শুধু আবাহনী লিমিটেডেরই সুপার সিক্স নিশ্চিত হয়েছে। তবে রেলিগেশন লীগ নিশ্চিত হয়নি কোন দলেরই এবং আর কেউ সুপার সিক্সও নিশ্চিত করতে পারেনি। মিরপুরে টস জিতে আগে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৬৭ রানে গুটিয়ে দেয় খেলাঘর। শুধু তানবীর হায়দার ৬৫ বলে ৫ চারে সর্বোচ্চ ৫২ রান করেন। তানভীর ইসলাম ৪টি ও আঞ্জুম আহমেদ ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৪০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান তুলে ৬ উইকেটের জয় পায় খেলাঘর। মেনারিয়া ৭১ বলে ৭ চারে সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকেন। এ জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন ৫ নম্বরে উঠে এসে সুপার সিক্স খেলার সম্ভাবনা উজ্জ্বল করল খেলাঘর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকলেও শেখ জামালেরও সম্ভাবনা আছে। ফতুল্লায় ব্রাদার্সের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে অগ্রণী টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে। ওপেনার মিজানুর রহমানের ১২০ বলে ৯ চার, ৩ ছক্কায় করা ১০২ ও জুনায়েদ সিদ্দিকীর ১০৩ বলে ৮ চার, ৩ ছক্কায় করা ৯২ রানের সুবাদে ৬ উইকেটে ২৮৯ রান তোলে ব্রাদার্স। শফিউল ইসলাম নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে ০ রানে শাহরিয়ার নাফীসের উইকেট হারায় অগ্রণী। এরপরও আজমির আহমেদের ৬২ বলে ৬৫, সালমান হোসেনের ৬৩, ঋষি ধাওয়ানের ৫৯ বলে ৭ চার, ১ ছক্কায় ৭০ ও জাহিদ জাভেদের ৪৯ বলে ২ চার, ২ ছক্কায় করা ৫৫ রানের সুবাদে ৩ উইকেটের জয় পায় অগ্রণী। ৪৯.১ ওভারে ৭ উইকেটে ২৯২ রান তোলে তারা। ৩ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬, ব্রাদার্সের ৮। উভয় দলেরই সুযোগ আছে সুপার সিক্সে যাওয়ার। বিকেএসপিতে রূপগঞ্জ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে তোলে ৩১৪ রান। ওপেনার সালাউদ্দিন পাপ্পু মাত্র ৯৫ বলে ১২ চার, ৮ ছক্কায় ১১২ রান করেন। এছাড়া নাঈম ইসলাম ৫৩ বলে ৫ চার, ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে গোস্বামির ৭৫, মোহাম্মদ আশরাফুলের ৬৭ বলে ৭ চারে ৬৪, আবুল হাসানের ২০ বলে ৩৪ রানের পরও ৪৯.২ ওভারে ২৮৮ রানে গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এরপরও রেলিগেশন এড়ানোর সুযোগ আছে দলটির। আর রূপগঞ্জ ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। স্কোর ॥ শেখ জামাল-খেলাঘর ম্যাচ, শেখ জামাল ইনিংস ॥ ১৬৭/১০; ৪৮ ওভার (তানবীর ৫২, সৈকত ২৪, ইমরান ২০; তানভীর ৪/৩০, আঞ্জুম ৩/১৬)। খেলাঘর ইনিংস ॥ ১৬৮/৪; ৪০ ওভার (মেনারিয়া ৫৮*, রাফসান ৪৯, রবিউল ৩৪; গাজী ১/২৬)। ফল ॥ খেলাঘর ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ তানভীর ইসলাম (খেলাঘর)। ব্রাদার্স-অগ্রণী ব্যাংক ম্যাচ, ব্রাদার্স ইনিংস ॥ ২৮৯/৬; ৫০ ওভার (মিজানুর ১০২, জুনায়েদ ৯২, মাইশুকুর ৩৭*; শফিউল ৪/৪৮)। অগ্রণী ব্যাংক ইনিংস ॥ ২৯২/৭; ৪৯.১ ওভার (ধাওয়ান ৭০, আজমির ৬৫, সালমান ৬৩, জাহিদ ৫৫; সোহরাওয়ার্দী ৩/৬২)। ফল ॥ অগ্রণী ব্যাংক ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শফিউল ইসলাম (অগ্রণী ব্যাংক)। রূপগঞ্জ-কলাবাগান ম্যাচ, রূপগঞ্জ ইনিংস ॥ ৩১৪/৫; ৫০ ওভার (পাপ্পু ১২৫, নাঈম ৬১*, নাইম ৪৫; তাইবুর ২/১৯, আবুল ২/৪৯)। কলাবাগান ইনিংস ॥ ২৮৮/১০; ৪৯.৫ ওভার (গোস্বামি ৭৫, আশরাফুল ৬৪, আবুল ৩৪, মাহমুদুল ৩০; আসিফ ৩/৪৩, রসুল ৩/৫০)। ফল ॥ রূপগঞ্জ ২৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সালাউদ্দিন পাপ্পু (লিজেন্ডস অব রূপগঞ্জ)।
×