ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাক সফরে টি২০ সিরিজ খেলবে ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ মার্চ ২০১৮

পাক সফরে টি২০ সিরিজ খেলবে ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ ৯ বছর পেরিয়ে গেছে পাকিস্তানের লাহোরে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর বন্দুকধারীদের হামলার। এরপর থেকেই দেশটিতে কোন আন্তর্জাতিক ক্রিকেট দল সফর করেনি। তবে মাঝে জিম্বাবুইয়ে টি২০ সিরিজ খেলেছে এবং শ্রীলঙ্কা ক্রিকেট দলও গত বছর একটি টি২০ খেলে। এবার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজই ফিরছে দেশটিতে। এপ্রিলের শুরুতেই করাচীতে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে আগামী ১, ২ ও ৪ এপ্রিল করাচীতে এ ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। অনেকদিন ধরেই দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সফল হয়নি তারা। তবে গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আইসিসি কিছুটা সদয় হয় তাদের প্রতি। বিশ্ব একাদশ পাঠায় পাকিস্তানের মাটিতে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে। পরে শ্রীলঙ্কাও একটি টি২০ খেলে। এছাড়া পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরেরও ফাইনাল গত বছর এবং এ বছর তিনটি ম্যাচ আয়োজন করে দেশের মাটিতে। তবে আন্তর্জাতিক দল ফেরাতে মরিয়া পিসিবি অবশেষে ভাল খবর পেতে যাচ্ছে। আগামী এপ্রিলেই পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এপ্রিলের শুরুর দিকে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিকট অতীতে জিম্বাবুইয়ে, বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলঙ্কা সংক্ষিপ্ত সফরে এসে খেলে গেছে পাকিস্তানে। তবে এই ম্যাচগুলোর সবটাই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন জায়গায় ম্যাচ হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছিল পিসিবি। সেই ধারাতে করাচীতেই এবার পিএসএল ফাইনাল অনুষ্ঠিত হবে। এখন ওয়েস্ট ইন্ডিজও রাজি হয়েছে এ ভেন্যুতে খেলার জন্য। এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তিতে আসতে দিনরাত কাজ করেছি। কিছুক্ষণ আগেই এর কাজ শেষ করেছি। সুসংবাদ হলো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে খেলতে আসবে। খেলা হবে ১, ২ ও ৪ এপ্রিল। আর সবগুলো ম্যাচই হবে করাচীতে। ওরা আসলে লাহোরে খেলতে চায় না। তবে করাচীতে আপত্তি নেই। এভাবেই আমরা করাচীকে ক্রিকেট মানচিত্রে ফেরানোর চেষ্টায় আছি। পিএসএল ফাইনালের পর এবার তিনটি আন্তর্জাতিক ম্যাচ হবে সেখানে।’ অবশ্য পিএসএল ফাইনালের আগে আইসিসি নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন করাচীর অবস্থা পর্যবেক্ষণ করে যাবেন।
×