ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ গলফ

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ মার্চ ২০১৮

 ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ গলফ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৬-১৮ মার্চ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককের আলপাইন গলফ রিসোর্টে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট। টাইগার গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং বাংলাদেশে ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া সম্প্রতি এক অনুষ্ঠানে এই টুর্নামেন্টের ঘোষণা দেন। থাই দূতাবাস, থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় এবং বাংলাদেশের কুর্মিটোলা গলফ ক্লাব এবং পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কূটনীতিক, বিদেশী অতিথি, সরকারী কর্মকর্তা এবং ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ টাইগার গলফ ক্লাবের ৩০ সদস্য অংশগ্রহণ করবেন। স্থানীয় থাই খেলোয়াড় এবং বাংলাদেশ থেকে আগত খেলোয়াড়রা এই টুর্নামেন্টের মাধ্যমে গলফ খেলা এবং বন্ধুত্বের বন্ধনকে একসুতোয় গাঁথবেন। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো থাইল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে গলফ খেলার উন্নয়ন করা। সেই সঙ্গে একটি বিনিময় প্রোগ্রামের মাধ্যমে দুই দেশের ক্লাবগুলোর মধ্যে খেলোয়াড় বিনিময় করা। অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও টুর্নামেন্টের জন্য বিশেষভাবে ডিজাইন করা টি-শার্ট, ক্যাপ এবং ট্রফি উম্মোচন করা হয়। অনুষ্ঠানে অনেক রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও’রা উপস্থিত ছিলেন।
×