ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুব গেমস সাঁতারে আরিফুলের ৫ স্বর্ণপদক

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ মার্চ ২০১৮

যুব গেমস সাঁতারে আরিফুলের ৫ স্বর্ণপদক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের তৃতীয়দিনে সুইমিং পুলে ঝড় তুলেছেন ঢাকা বিভাগের আরিফুল ইসলাম। ৫টি ইভেন্টে অংশ নিয়ে প্রতিটিতেই জিতেছেন স্বর্ণপদক। বালিকা বিভাগে খুলনার খাদিজা আক্তার বৃষ্টি পেয়েছেন ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য। এদিন এ্যাথলেটিক্সের ৪০০ মিটার স্প্রিন্টে ময়মনসিংহ বিভাগের জহির, রাজশাহী বিভাগের শিউলি জিতেছেন স্বর্ণপদক। উশুতে ৫৬ কেজি ইভেন্টে স্বর্ণপদক জিতে আলো ছড়িয়েছেন রংপুরের নারী ফুটবলার রানী। এ্যাথলেটিক্স, ৪০০ মিটারে সেরা জহির-শিউলি ॥ বাংলাদেশ যুব গেমসের চূড়ান্তপর্বে এ্যাথলেটিক্সে প্রথমদিনে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ৪০০ মিটার স্প্রিন্ট। তবে এই ইভেন্টে তরুণ-তরুণী দু’বিভাগেই পুরনো মুখ জহির রায়হান এবং শিউলি খাতুন বাজিমাত করেন। দু’জনই জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী এ্যাথলেট। দু’জনই আবার বিকেএসপির শিক্ষার্থীও বটে। ৪০০ মিটার স্প্রিন্টে তরুণ বিভাগে ময়মনসিংহের এ্যাথলেট শেরপুরের সন্তান জহির রায়হান ৪৯.৭০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। তরুণী বিভাগে রাজশাহী বিভাগের পাবনার শিউলি খাতুন ১ মিনিট .১.১০ সেকেন্ড নিয়ে স্বর্ণ জেতেন। তরুণদের শটপুটে খুলনার তন্ময় বৌদ্ধ, তরুণীদের হাইজাম্পে ঢাকার জান্নাতুল, তরুণীদের লংজাম্পে খুলনার তিন্নি হাসান সুইটি স্বর্ণ জেতেন। সাঁতারে সেরা আরিফুল-খাদিজা ॥ সাঁতার প্রতিযোগিতা শেষ হয়েছে। পাঁচটি স্বর্ণপদক জিতে বালক বিভাগ থেকে সেরা সাঁতারু নির্বাচিত হন ঢাকা বিভাগের আরিফুল ইসলাম। পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে পাঁচটিতেই স্বর্ণ জিতেছেন কিশোরগঞ্জের তরুণ এই সাঁতারু। বালিকা বিভাগ থেকে সেরা সাঁতারু নির্বাচিত হন খুলনা বিভাগের খাদিজা আক্তার বৃষ্টি। বিকেএসপির এই ছাত্রী দুটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জেতেন। যদিও আরিফুলের রাজত্বের পরও চ্যাম্পিয়ন হতে পারেনি ঢাকা বিভাগ। শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে খুলনা বিভাগ। চ্যাম্পিয়ন হওয়ার পথে আটটি স্বর্ণ ও আটটি রৌপ্য জিতেছে খুলনা বিভাগ। হকির সেমিতে খুলনা-রাজশাহীর মেয়েরা ॥ মেয়েদের হকি ইভেন্টে সেমিফাইনালে উঠেছে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ। ছেলেদের বিভাগে সেরা চারে জায়গা করে নিয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ। জুডোর সেরা ঢাকা ॥ জুডো ডিসিপ্লিনে সেরার খেতাব জিতে নিয়েছে ঢাকা বিভাগ। তারা চার স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট ছয়টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। ঢাকার পক্ষে আলো ছড়িয়েছে বালিকারা। ছয় স্বর্ণের সবগুলোই জিতেছে তারা। ব্যাডমিন্টন ॥ ব্যাডমিন্টন ডিসিপ্লিনে সাতটি বিভাগের শাটলাররা অংশ নেয়। এদের মধ্যে দেশের উঠতি যুব তারকা সিবগাত, মঙ্গল, হানিফ, লোকমান, ঊর্মি, ফারজানার অংশগ্রহণ ভিন্নমাত্রা বহন করে। বালক এককে চট্টগ্রামের সিবগাত ও সিলেটের লোকমান সেমিতে ওঠে। বালিকা এককের ফাইনাল নিশ্চিত করেন সিলেটের জেরিন ও খুলনার ঊর্মি। টিটিতে খুলনার স্বর্ণপদক ॥ টেবিল টেনিসের দলগত ইভেন্টে বালক-বালিকা উভয় বিভাগে দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। বালিকা হ্যান্ডবলের ফাইনালে রাজশাহী-ময়মনসিংহ ॥ বালিকা হ্যান্ডবলের ফাইনালে উঠেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ। আরচারিতে সেরা রাজশাহী ॥ রিকার্ভ তরুণ এককে চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার বিকেএসপির ছাত্র মিশাদ প্রধানের স্বর্ণজয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে আরচারি। আরচারিতে সেরা হয়েছে রাজশাহী। তারা পেয়েছে ৩টি স্বর্ণ ও ২টি রৌপ্য। তরুণী এককে স্বর্ণপদক লাভ করেন রাজশাহীর বিকেএসপির ছাত্রী রাবেয়া খাতুন। টিম মিক্স ইভেন্টে স্বর্ণ জিতেন রাজশাহীর রাদিয়া আক্তার শাপলা ও তাওহিদ। রিকার্ভ তরুণ টিম ইভেন্টে স্বর্ণ পেয়েছেন ঢাকার ইব্রাহিম শেখ, সাকিব মোল্লা ও আশরাফ মোল্লা। রিকার্ভ তরুণী টিম ইভেন্টে স্বর্ণজয় করেন রাজশাহীর রাদিয়া আক্তার শাপলা, রাবেয়া খাতুন ও হুমাইরা। রাজশাহীর আধিপত্যে শেষ হলো কারাতে ॥ রাজশাহী বিভাগের আধিপত্যে শেষ হলো যুব গেমসের কারাতে ডিসিপ্লিনের খেলা। ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। মেয়েদের ফুটবল ১৬ গোল ঢাকার, শাহিদার ৮ গোল ॥ ফুটবল ডিসিপ্লিনে তরুণী গ্রুপের ফাইনালে উঠেছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ। শাহিদার ডাবল হ্যাটট্রিক ও সাদিয়ার হ্যাটট্রিকে ঢাকা ১৬-০ গোলে খুলনাকে হারিয়ে ফাইনালে ওঠে। শাহিদা সবমিলিয়ে আটটি গোল করে। এছাড়া সাদিয়া করে চারটি গোল। এছাড়া রতœা, খাদিজা, আফিদা একটি করে গোল করে। আর একটি আত্মঘাতী গোল করে খুলনার তামান্না। অপর সেমিতে ময়মনসিংহ ৩-২ গোলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে ওঠে। কাবাডি ॥ বালক বিভাগে রাজশাহী ময়মনসিংহ বিভাগকে এবং চট্টগ্রাম বরিশালকে; বালিকা বিভাগে ময়মনসিংহ সিলেটকে এবং চট্টগ্রাম খুলনা বিভাগকে হারায়। ভলিবলের বালিকা বিভাগের ফাইনালে চট্টগ্রাম ও সিলেট ॥ বালক বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলায় বরিশাল সিলেটকে, খুলনা রংপুরকে এবং বরিশাল ময়মনসিংহকে হারায়। তায়কোয়ান্দোর সেরা চট্টগ্রাম ॥ তায়কোন্দোতে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে চট্টগ্রাম বিভাগ, ৮টি স্বর্ণপদকের মধ্যে এই বিভাগের মেয়েরা জিতেছে ৫টি।
×