ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্ডিয়ান ওয়েলস থেকে কেভিতোভা-আজারেঙ্কা-মাকারোভার বিদায়

সিমোনা হ্যালেপ-কারবারের জয়

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মার্চ ২০১৮

  সিমোনা হ্যালেপ-কারবারের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। রবিবার দুর্দান্ত জয়েই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের বাধা পার হন তারা। তবে হ্যালেপ-পিসকোভার জয়ের দিনে ছিটকে গেছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো এবং চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। আগেরদিন বৃষ্টির কারণে স্থগিত হওয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এদিন জয় পেয়েছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবার ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স। কারবার রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে এবং অন্য ম্যাচে স্লোয়ানে স্টিফেন্স বিদায় করেছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ইন্ডিয়ান ওয়েলসের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমেছেন সিমোনা হ্যালেপ। টুর্নামেন্টের শুরু থেকে খেলছেনও দুর্দান্ত। ২০১৫ সালে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছিলেন তিনি। এর পরের দুটি বছর ক্যালিফোর্নিয়ায় নিজেকে মেলে ধরতে পারেননি এই রোমানিয়ান তারকা। তবে এবার সেই আক্ষেপ ঘুচাতে মরিয়া হ্যালেপ। তবে তৃতীয় রাউন্ডের ম্যাচটাই তার জন্য ছিল অগ্নিপরীক্ষা। কেননা দুর্দান্ত ফর্মে থাকা যুক্তরাষ্ট্রের ক্যারোলিন ডোলহাইডের মুখোমুখি হয়েছিলেন তিনি। কঠিন লড়াইয়ের পর ম্যাচটা অবশ্য জিতেছেন হ্যালেপ। ডোলহাইডের বিপক্ষে এদিন তাকে লড়াই করতে হয়েছে দুই ঘণ্টারও বেশি সময়। দুই ঘণ্টা ৫ মিনিট কঠিন লড়াইয়ের পর সিমোনা হ্যালেপ ১-৬, ৭-৬ (৭/৩) এবং ৬-২ গেমে পরাজিত করেন ক্যারোলিন ডোলহাইডকে। প্রথম সেট হেরে পরের দুই সেটে রুদ্ধশ্বাস লড়াই করে ম্যাচটা জেতায় দারুণ রোমাঞ্চিত হ্যালেপ। এ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এটা। আমি বলব বিস্ময়কর একটা ম্যাচ খেললাম। সত্যি বলতে খুব কঠিন লড়াই হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখনই হাল ছাড়িনি আমি। এই ম্যাচটা যে হেরে যাব তা কখনই মনে হয়নি আমার। ম্যাচের শেষে আমি এটাই বলতে চাই যে, আমার পায়ে এখনও বেশ শক্তি আছে। এমন একটা ম্যাচ জিতে আমি খুবই আনন্দিত।’ শেষ ষোলোতে সিমোনা হ্যালেপের প্রতিপক্ষ এখন চীনের ওয়াং কিয়াং। চীনের এই খেলোয়াড় তৃতীয়পর্বের ম্যাচে খুব সহজেই পরাজিত করেছেন ফ্রান্সের ১৪তম বাছাই ক্রিস্টিনা মাদেনোভিচকে। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনবার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন সিমোনা হ্যালেপ। কিন্তু তার সবকটিতেই হার দেখেছেন তিনি। সর্বশেষ চলতি মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেরও ফাইনালের টিকেট কেটেছিলেন রোমানিয়ান তারকা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে ডেনমার্কের ক্যারোলিনা ওজনিয়াকির কাছে হার মানেন তিনি। হ্যালেপকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান ড্যানিশ তারকা। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ফিরে পান তিনি। কিন্তু খুব বেশিদিন নিজের করে রাখতে পারেননি ওজনিয়াকি। ইন্ডিয়ান ওয়েলসের ঠিক আগেই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন হ্যালেপ। ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডের ম্যাচ জেতায় হ্যালেপের কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে হলে ওজনিয়াকিকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে হবে। দিনের অন্য ম্যাচে ক্যারোলিনা পিসকোভা ৭-৫, ৫-৭ এবং ৬-৩ গেমে হারিয়েছেন চীনের জেং শুয়াইকে। এদিকে বৃষ্টির কারণে আগেরদিন স্থগিত হওয়া ম্যাচে এ্যাঞ্জেলিক কারবার হারিয়েছেন একাটেরিনা মাকারোভাকে। টুর্নামেন্টের দশম বাছাই কারবার এদিন ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন রাশিয়ান তারকা মাকারোভাকে। অন্য ম্যাচে ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স ৬-১ এবং ৭-৫ গেমে হারিয়েছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এছাড়া টুর্নামেন্টের তৃতীয়পর্ব থেকে ছিটকে গেছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো, মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েঘে, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচ।
×