ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, ২০০তম পেনাল্টি সেভের বিরল রেকর্ড গোলরক্ষক পিটার চেকের, ইনজুরিতে হ্যারি কেন, মিস হতে পারে বিশ্বকাপ, আর্সেনাল ৩-০ ওয়াটফোর্ড, বোর্নমাউথ ১-৪ টটেনহ্যাম হটস্পার

আর্সেনাল-টটেনহ্যামের বড় জয়

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মার্চ ২০১৮

আর্সেনাল-টটেনহ্যামের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়াার লীগ ফুটবলে সহজ জয় পেয়েছে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ৩-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক বোর্নমাউথকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। ৩০ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে টটেনহ্যাম। আর ৪৮ পয়েন্ট নিয়ে ছয়ে আর্সেনাল। গতরাতের ম্যাচের আগে ৭৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ম্যানচেস্টার সিটি। ওয়াটফোর্ডকে হারিয়ে লীগে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। চাকরি বাঁচানো নিয়ে দারুণ চাপের মধ্যে থাকা গানার্স কোচ আর্সেন ওয়েঙ্গারের জন্য অবশ্য বৃহস্পতিবার ইউরোপা লীগে এসি মিলানের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটা দারুণ গুরুত্বপূর্ণ ছিল। এর মাধ্যমে এবারের মৌসুমে একের পর এক ব্যর্থতার দায়ে চাপা পড়া অভিজ্ঞ এই ফ্রেঞ্চম্যানের জন্য কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরেছে। ম্যাচের শুরুতেই শাখোড্রান মুস্টাফির গোলে এগিয়ে যাওয়া, এরপর পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় গানার্সরা। বিপরীতে ওয়াটফোর্ড অধিনায়ক ট্রয় ডিনের দ্বিতীয়ার্ধের পেনাল্টি আটকে দিয়ে দলকে আরও উজ্জীবিত করে তোলেন গোলরক্ষক পিটার চেক। এই নিয়ে প্রিমিয়ার লীগে ২০০তম পেনাল্টি সেভের রেকর্ড গড়েছেন চেক। অথচ এই আর্সেনালের স্পিরিট নিয়ে মৌসুমের শুরুতে প্রশ্ন তুলেছিলেন ডিনে। ৭৭ মিনিটে হেনরিখ মাখিটারিয়ানের গোলে দলের জয় নিশ্চিত হয়। যদিও ম্যাচের শেষের দিকে মুস্টাফির ইনজুরির কারণে মাঠ ছাড়লে কিছুটা হলেও ওয়েঙ্গারকে ভাবিয়ে তুলেছে। ইউরোপা লীগে জয়ী হতে পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত হবে আর্সেনালের। শীর্ষ চারে থেকে লীগ শেষ করতে পারলে যেখানে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে স্থানটা পাওয়া যেত সেখানে সেই সম্ভাবনা ক্ষীণ বলেই ওয়েঙ্গার বরাবরের মতোই কন্টিনেন্টাল প্রতিযোগিতার ওপর বেশি জোর দিচ্ছেন। আগামী বৃহস্পতিবার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে মাঠে নামবে ওয়েঙ্গারবাহিনী। এ কারণেই ইপিএলের এই ম্যাচে মূল একাদশে ছিলেন না এ্যারন রামসে, লরেন্ট কোসিনলে ও জ্যাক উইলশায়ার। একমাত্র স্বীকৃত তারকা হিসেবে ম্যাচ শুরু করেন অবামেয়াং। আরেক ম্যাচে হ্যারি কেনের অনুপস্থিতি কোনভাবেই বুঝতে দেননি প্রিমিয়ার লীগে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রাখা এই ইংলিশ তারকার সতীর্থরা। গোড়ালির ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়া যাওয়া কেনবিহীন টটেনহ্যাম হটস্পারকে বড় জয় উপহার দিয়েছেন সন, ডেলে আলীরা। বোর্নমাউথের বিপক্ষে দক্ষিণ কোরিয়ান তারকা স্ট্রাইকার সন হেয়াং-মিনের জোড়া গোলে স্পার্সরা বড় জয় পেয়েছে। এই নিয়ে চার ম্যাচে সাত গোল করেছেন সুপার সন। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে জুনিয়র স্টানিসলাসের গোলে ঘরের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে এগিয়ে যায় বোর্নমাউথ। কিন্তু ৩৪ মিনিটে ইনজুরির কারণে কেনের মাঠ ছাড়ার পরের মিনিটেই টটেনহ্যামকে সমতায় ফেরান ডেলে আলী। এর পরপরই ম্যাচের নায়কে পরিণত হন সন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এই দক্ষিণ কোরিয়ান দলকে এগিয়ে দেন ও ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। স্টপেজ টাইমে সার্জি অরিয়ারের হেডে বড় জয় নিশ্চিত হয় মরিসিও পোচেট্টিনোর দলের। ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ায় হ্যারি কেনের আগামী বিশ্বকাপ মিস হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ গোলকিপার আসমির বেগোভিচের সঙ্গে ধাক্কা লাগে টটেনহ্যাম প্রাণভোমরার। গোড়ালি মচকে মাঠেই বসে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও খেলার মতো অবস্থায় না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। পরে বিশেষ বুট পরে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ছাড়েন তিনি। চোটের গুরুত্ব বুঝতে তার গোড়ালিতে স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয়া হয়। রিপোর্ট হাতে এলে তবেই বলা সম্ভব ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট ও টটেনহ্যাম কোচ পোচেট্টিনো দু’জনেই ২৪ বছর বয়সী তারকাকে নিয়ে আশাবাদী। তারা মনে করছেন, চোট গুরুতর হয়ে দেখা দেবে না যদিও একই জায়গায় বারবার চোট পাওয়া নিয়ে একটু উদ্বিগ্ন দুই কোচই।
×