ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুশীলনে ফিরতে ৭ দিন লাগবে সাকিবের

প্রকাশিত: ০৫:৪২, ১৩ মার্চ ২০১৮

অনুশীলনে ফিরতে ৭ দিন লাগবে সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে গত মাসের মাঝামাঝি সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা হয়নি। এবার শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় নিদাহাস ট্রফি খেলতে যাওয়ার ঘোষিত দলেও রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। কিন্তু তিনি সুস্থ হতে পারেননি তখনও। শেষ পর্যন্ত থাইল্যান্ড ঘুরে অস্ট্রেলিয়ায় গিয়ে চিকিৎসা নিতে হয়েছে ওয়ানডে ও টেস্টের বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। রবিবার দেশে ফিরেছেন সাকিব। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসে ইনজুরির পর প্রথমবার ব্যাট হাতে নিয়েছিলেন। গ্লাভস পরে নেমেছিলেন মাঠে শুধু কসরত করতে। এটা দেখে মনে হতে পারে অচিরেই খেলায় ফিরবেন সাকিব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন অনুশীলনে ফিরতেই প্রায় সপ্তাহ খানেক লাগবে সাকিবের। এরপর খেলার জন্য ফিট হতে তেমন সময় লাগবে না, বিষয়টি নির্ভর করবে এ অলরাউন্ডারের নিজের ওপরই। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পান সাকিব। এরপর ওপর-নিচ মিলিয়ে ১০টি সেলাই দিতে হয়। নিশ্চিত হয়ে যায় দুই টেস্টের সিরিজ খেলতে পারবেন না। তবে ২ ম্যাচের টি২০ সিরিজে ফেরার সম্ভাবনা বেশ ভালভাবেই ছিল। কিন্তু সেখানেও ফেরা হয়নি। খেলার জন্য ফিট হয়ে উঠতে পারেননি তিনি। নিদাহাস ট্রফির জন্য ঘোষিত দলেও অধিনায়ক হিসেবে তার নাম ছিল। কিন্তু যাওয়া হয়নি সাকিবের। বিসিবি থেকে বলা হয়েছিল প্রথম দুয়েকটি ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে থাকবেন তিনি। কিন্তু পরে জানা যায় সেটাও সম্ভব নয়। বাধ্য হয়ে ব্যাংককে পাঠানো হয় সাকিবকে। সেখানে দু’জন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হয়েছিলেন তিনি। দুই সপ্তাহ সাকিবের আঙ্গুলে থেরাপি দেয়ার কথা বলা হয়েছিল। বিসিবি প্রথমে দেশেই সাকিবের আঙ্গুলে থেরাপি দেয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টে অস্ট্রেলিয়ায় থেরাপি দেয়ার কথা জানায়। এরপরই অস্ট্রেলিয়ার অর্থোপেডিক সার্জন ডেভিড হাওকে দেখান সাকিব। এর আগে অবশ্য এ বিষয়ে দেবাশীষ বলেছেন, ‘সাকিব ৯ মার্চ মেলবোর্নের অর্থোপেডিক সার্জন ডাক্তার ডেভিড হাওয়ের সঙ্গে দেখা করেন। ওখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার সিদ্ধান্ত নেন বড় কোন পদক্ষেপ নেয়ার প্রয়োজন এই মুহূর্তে নেই। তিনি প্রদাহবিরোধী একটি ইনজেকশন দিয়েছেন। এই ওষুধটা ধীরে ধীরে কার্যকর হবে।’ সাকিব অস্ট্রেলিয়া যাওয়ার পথেই শ্রীলঙ্কায় গত মঙ্গলবার দলের সঙ্গে সাক্ষাত করে গেছেন। এখন তার অপেক্ষার পালা নিজেকে ফিট করে খেলায় ফেরার। সাকিব আগামী এক সপ্তাহের মধ্যে অনুশীলন করতে পারবেন জানালেন দেবাশীষ, ‘ওষুধটা কার্যকরী হয় ৭ থেকে ১০ দিনের মধ্যে। এর মধ্যেই সাকিব পুরোপুরি অনুশীলনে ফেরার জন্য ফিট হতে পারবেন। তবে মাঠে নামার ফিটনেস ফিরে পেতে আরও একটু সময় লাগবে। কারণ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থেকেই যায়। সেটা অবশ্যই সাকিবের ব্যাপার। আপাতত স্পোর্টিং ফিটনেস ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।’ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। শেখ জামাল ও খেলাঘরের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ম্যাচের বিরতিতে তাকে দেখা গেল ব্যাট হাতে সবজু চত্বরে। সেখানে ব্যাট নিয়ে কিছুক্ষণ নড়াচড়া ঠিকই করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
×