ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ মার্চ ২০১৮

চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ  ব্যাংকের চতুর্থ  শ্রেণীর কর্মচারীদের  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ চাকরিতে স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাংকটির পিয়ন, কাম, গার্ডসহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বিক্ষোভকারীদের পক্ষের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের দফায় দফায় বৈঠক হয়েছে। সন্ধ্যায় বিক্ষোভকারীদের কর্মস্থলে যোগদানসহ স্থায়ী করার বিষয়ে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির আহ্বায়ক মোঃ আজিজুল হক বাবুল জানান, তাদের চাকরিতে যোগদানের সময় নিয়োগপত্রের পরিবর্তে কৌশলে অনুমতিপত্র দেয়া হয়েছে। তাদের দৈনিক বেতন চারশ’ টাকা। তাদের কোন নির্দিষ্ট কর্মঘণ্টা, উৎসব ভাতা, সাপ্তাহিক, সরকারী, উৎসব, ঐচ্ছিক কিংবা অসুস্থকালীন ছুটি নেই। চাকরি স্থায়ী করার দাবিতে তারা বিক্ষোভ করে আসছেন। গত ১০ মার্চ তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। গত রবিবার ও সোমবার থেকে বিক্ষোভকারীরা মিরপুর গ্রামীণ ব্যাংক ভবনের সামনের ফটক অবরোধ করে অবস্থান নেন।
×