ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ মার্চ ২০১৮

রাঙ্গামাটি জেলা পরিষদ  চেয়ারম্যানের সঙ্গে  মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ১২ মার্চ ॥ বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সোমবার রাঙ্গামাটি সফরে এসেছেন। তার সঙ্গে ইউএস এইড মিশনের ডাইরেক্টর জনিনা জারুজিলসাকিও ছিলেন। ওই দিন তারা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে রাষ্ট্রদূত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম, পরিষদগুলোর কার্যপ্রণালী, হস্তান্তরিত বিভাগগুলোর সম্পর্কে এবং পার্বত্য জেলা পরিষদের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণে বিভিন্ন দাতাসংস্থা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে এসেছে। ইতোমধ্যে ইউএনডিপি-সিএইচটিডিএফ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, কৃষি এবং পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে পরিচালিত প্রকল্পগুলোর কারণে এলাকার মানুষের যথেষ্ট উপকার সাধিত হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ৬৮টি স্কুল জাতীয়করণের আওতাভুক্ত করা হয়েছে। সম্প্রতি এসআইডি-সিএইচটি-ইউএনডিপি অধীনে কৃষি ক্ষেত্রে উন্নয়নের তৃতীয় পর্যায়ের প্রকল্প কার্যক্রম শুরু হয়েছে।
×