ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশিত: ০৫:২৭, ১৩ মার্চ ২০১৮

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর  গভীর শোক

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনায় ওই উড়োজাহাজের ৭১ আরোহীর মধ্যে ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এক শোক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ভারতে চার দিনের সফর শেষে সোমবারই দেশে ফেরেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সিঙ্গাপুর সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রাণহানিতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। স্পীকার মৃতদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও এ প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচ এম এরশাদ, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছন। যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন বাংলাদেশী- সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
×