ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইবার প্রতিরক্ষায় বৈধ হ্যাকিং

প্রকাশিত: ০৫:১০, ১৩ মার্চ ২০১৮

সাইবার প্রতিরক্ষায় বৈধ হ্যাকিং

কৌতূহল থেকে তরুণদের ‘ভেঙে ফেলার’ প্রবণতা এখন বিকাশমান একটি শিল্পের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে, ইথিকাল বা বৈধ হ্যাকিং হয়ে দাঁড়িয়েছে কর্পোরেশনগুলোর সাইবার প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুবিধা বঞ্চিত, বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ ও সৎ ব্যক্তিদের জন্যও এটা লোভনীয় পেশা হয়ে উঠেছে বলে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে। হ্যাকারদের কবলে পড়ছিল বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো। সাধারণত কম্পিউটারে দক্ষ তরুণরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একত্রিত হয়ে কোম্পানির সিস্টেমে আক্রমণ চালাত, গোপনীয় ও গ্রাহকদের তথ্য চুরির জন্য তথ্য ভা-ারে হানা দিত। এখন সিস্টেমের ‘বাগ’ বা খুঁত শনাক্তের জন্য পুরস্কার চালু করে ওই সব মেধাবী তরুণদের কাজে লাগাচ্ছে কর্পোরেশনগুলো। ফেসবুক, টুইটার, এ্যাপল, ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো বিশাল অংকের অর্থ দিয়ে এই হ্যাকারদের নিয়োগ করছে তাদের খুঁত খুঁজে বের করার কাজে। -অর্থনৈতিক রিপোর্টার
×