ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কেট্যাব’ ব্র্যান্ডের ট্যাব তৈরি করল সৌদি আরব

প্রকাশিত: ০৫:১০, ১৩ মার্চ ২০১৮

‘কেট্যাব’ ব্র্যান্ডের ট্যাব তৈরি করল সৌদি আরব

সাত বছরের গবেষণার পর নিজস্ব হার্ডওয়্যার-সহ সৌদি আরবে প্রথমবারের মতো সব ধরনের শিক্ষা সহযোগিতা নিয়ে আসছে একটি ট্যাবলেট। নীল রঙের আবরণে ‘কেট্যাব’ নামের ট্যাবটি যৌথভাবে তৈরি করেছে কিং আবদুল আজিজ সিটি ফর সায়েন্স এ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি) এবং মেসবাহ সৌদি টেকনোলজি কোম্পানি। কেট্যাবে থাকছে ৪জি সাপোর্ট এবং কোয়াড কোর প্রসেসর, ২জি র?্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি, ১২৮ জিবি ক্যাপাসিটি, ৬০০০এমএএইচ ব্যাটারি, হাই রেজল্যুশন ডিসপ্লে, ৮এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ২জিবি ফ্রন্ট এ্যান্ড। ইঞ্জিনিয়ার ও ডেভেলপারদের যে বিশাল টিম এই উদ্ভাবন সফল করেছে তাদের প্রধান ছিলেন মেসবাহ টেক’র সিইও ইয়াসের আল উসাইফির। এ্যারাব নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কেট্যাব হচ্ছে একটি সহযোগিতাপূর্ণ শিক্ষা উপকরণ, বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের জন্য। এর লক্ষ্য হচ্ছে তাদের হিতকর উপায়ে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। -অর্থনৈতিক রিপোর্টার
×